পৃথ্বী শ
ভারতীয় ক্রিকেটের তরুণ এবং উদীয়মান আর এক ক্রিকেটার হলেন পৃথ্বী শ। প্রথিবী খুব অল্সো বয়েসেই নিজের অসাধারন ব্যাটিং পারফর্মেন্সের জোরে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। এই বছর শ্রীলংকা সফরে পৃথ্বী শ t20 ক্রিকেট ফরম্যাটে ভারতীয় দলের হয়ে অভিষেক করেন। তার আইপিএল এর পারফর্মেন্স দেখে অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো অভিষেক ম্যাচেই নিজের বিধংসী ব্যাটিংয়ের পরিচয় দেবেন কিন্তু অভিষেক ম্যাচের প্রথম বলেই তিনি শুন্য রান করে আউট হয়ে যান।