কেএল রাহুল
ভারতীয় ক্রিকেটের উঠতি এবং তরুণ প্রতিভা কেএল রাহুল এর মধ্যেই তার অসাধারণ ব্যাটিং জাদুতে সারা ক্রিকেট বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছেন। ডানহাতি এই ভারতীয় ব্যাটসম্যান ২০১৬সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে t20 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। অভিষেক ম্যাচেই তিনি শুন্য রানে আউট হয়েছিলেন। রাহুল তার অভিষেক ম্যাচে নিজের খেলা দেখতে না পারলেও পরবর্তীতে ভারতীয় দলকে অনেক t20 ম্যাচ জিততে সাহায্য করেছেন।