4 PLAYERS WHOM SRH MIGHT RETAIN FOR IPL 2025

ইতিমধ্যেই আসন্ন আইপিএল (IPL 2025) নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা আর এই চর্চার মূল বিষয়বস্তু হতে চলেছে কোন ৪  প্লেয়ারকে আসন্ন মরশুমের জন্য ধরে রাখা হবে। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালকিন কাব্য মারান আসন্ন আইপিএলের নিয়মাবলী নিয়ে  বিসিসিআইয়ের কাছে একাধিক দাবি রেখেছিলেন। আসন্ন আইপিএলের মেগা নিলামের জন্য ৬ জন খেলোয়াড়কে ধরে রাখার কথা জানিয়েছিলেন কাব্য। যদিও তাতে সাই দেয়নি বিসিসিআই, সূত্রের খবর অনুযায়ী ৪ জন খেলোয়াড়কে ধরে রাখার অগ্রাধিকার দিতে চলেছে বিসিসিআই । আর এই পরিস্থিতিতে আসন্ন আইপিএলের (IPL 2025) জন্য এই ৪ জন খেলোয়াড়কে ধরে রাখতে চাইবে সানরাইজার্স দল।

প্যাট কামিন্স

Pat Cummins , ipl 2024
Pat Cummins | Image: Getty Images

তালিকায় স্থানে রয়েছেন ২০২৪ সালের আইপিএলে দ্বিতীয় দামি ক্রিকেটার ও সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স। বিগত দুই বছর ধরে কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপ জয় করেছে। যে কারণেই আইপিএলের মঞ্চে রেকর্ড মূল্যে সানরাইজার দলে ঠাঁই হয়েছিল প্যাট কামিন্সের। প্রায় ২০ কোটি ৫০ লক্ষ টাকায় ২০২৪ সালে সানরাইজার্স দলের অংশ হয়েছিলেন কামিন্স। তার অধিনায়কত্বে সানরাইজার্স হায়দরাবাদ দল ২০১৮ সালের পর আবার একবার ফাইনালের মঞ্চে পৌঁছে গিয়েছিল।

যদিও দলের শেষ রক্ষা হয়নি, ফাইনালের মঞ্চে কলকাতা দলের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল দলকে। তবে ক্যাপ্টেন হিসেবে তার পারফরমেন্স ছিল বেশ ভালই। ২০২৪ সালের আইপিএলে ব্যাট হাতে তিনি বানিয়েছেন ২২.৬৭ গড়ে ও ১৪৩.১৬ স্ট্রাইক রেটে ১৩৬ রান এবং বল হাতে নিয়েছিলেন ১৮ উইকেট যেখানে ওভার কিছু নয় দশমিক ২৮ রান দিয়েছিলেন। আগামী মৌশুমে (IPL 2025) দলের অধিনায়ক কামিন্সকে অবশ্যই রিটেন করতে চাইবেন মালকিন কাব্য মারান।

Read More: IPL 2025: খুব শীঘ্রই রিটেনশন সংক্রান্ত নিয়মবিধি জানাবে BCCI, প্রকাশ্যে মেগা নিলামের দিনক্ষণ’ও !!

হেনরিখ ক্লাসেন

Heinrich Klassen
Heinrich Klassen | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় নাম্বারে থাকবেন দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন (Heinrich Klassen)। মাত্র ৫.২৫ কোটি টাকায় ২০২৩ সালের আইপিএলে হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি ক্লাসেনকে দলে শামিল করে। দক্ষিণ আফ্রিকা দলের এই মারমুখী ব্যাটসম্যান টি-টোয়েন্টি ফরম্যাটের খুবই উল্লেখযোগ্য ও জনপ্রিয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন। ৩৩ বছর বয়সী তারকা আইপিএলের মঞ্চে গত দুই মৌসুমে তার নাম করে ফেলেছেন। গত ২ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। দুই সিজিনে ৪০০ এর বেশি রান বানিয়েছেন তিনি। গত মৌসুমে ৩৯.৯২ গড়ে এবং ১৭১.৭ স্ট্রাইক রেটে ৪৭৯ রান বানিয়েছিলেন তিনি। পাশাপাশি তার ব্যাট থেকে এসেছিল ১৯ টি চার এবং ৩৮ টি ছক্কা। তার এই দুর্দান্ত পারফরমেন্সের পরে তাকে দল থেকে বাইরে বার করার দুঃসাহস পাবে না সানরাইজার্স হায়দরাবাদ।

ভুবনেশ্বর কুমার

Bhuvneshwar Kumar, ipl 2025
Bhuvneshwar Kumar | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সবথেকে পুরানো খেলোয়াড় হলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ২০১৪ সাল থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেলে আসছেন ভুবনেশ্বর কুমার। ফ্রাঞ্চাইজির হয়ে সর্বাধিক ম্যাচ আপাতত তিনিই খেলেছেন। মোট ১৪৫টি ম্যাচ খেলে ১৫৭ টি উইকেট নিয়েছেন তিনি, পাশাপাশি ওভার পিছু মাত্র ৭.৭২ রান দিয়েছেন। তার এই দুর্দান্ত পারফরমেন্সের পরে তাকে দল থেকে বিতাড়িত করতে চাইবে না ফ্রাঞ্চাইজি। বর্তমান সময়ে তার পারফরমেন্সের উপর বেশ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। যে কারণে জাতীয় টি-টোয়েন্টি দলেও তিনি আর সুযোগ পাচ্ছেন না। গত মৌসুমে ফ্রাঞ্চাইজির হয়ে ১৬ টি ম্যাচে ১১ টি উইকেট নিয়েছিলেন এবং ওভার পিছু দিয়েছিলেন ৯.৩৫ রান।

অভিষেক শর্মা

Srh vs lsg, ipl 2024
Abhishek Sharma and Travis Head | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের (SRH) হয়ে গত মৌসুমে দুর্দান্ত ব্যাটিং চালিয়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ভারতীয় দলের এই তরুণ খেলোয়াড় আপাতত বিশ্ব ক্রিকেটের নতুন মুখ হয়ে উঠেছেন। সানরাইজার্সের জার্সিতে ২০১৯ সালে আগমন ঘটেছিল অভিষেক শর্মার। ফ্রাঞ্চাইজির হয়ে মোট ৬০ টি ম্যাচ খেলেছেন তিনি ২৪.৭৯ গড়ে ও ১৫৩.৮৬ স্ট্রাইক রেটে ১৩১৪ রান বানিয়ে ফেলেছেন তিনি। গত মৌসুমে তার ব্যাট থেকে এসেছিল রুদ্ধশ্বাস ইনিংস, গত মৌসুমের কথা বলতে গেলে অভিষেক দলের হয়ে ১৬ টি ম্যাচ খেলেছিলেন। ৩২.২৭ গড় এবং ২০৪.২২ স্ট্রাইক রেটে ৪৮৪ রান বানিয়েছিলেন তিনি। তাছাড়া তার ব্যাট থেকে এসেছিল ৩৬টি চার ও ৪২টি ছক্কা। এমনকি বল হাতে দুটি উইকেট নিয়েছিলেন তিনি। তাছাড়া ওভার পিছু দিয়েছিলেন কেবলমাত্র ৭.২ রান করে। তাকে অবশ্যই রিটেন করতে চাইবে ফ্রাঞ্চাইজি।

Read Also: গুরুতর আঘাত পেয়ে IPL 2025থেকে বাদ পড়ছেন ঋতুরাজ গায়কোয়ার্ড, এই খেলোয়াড় দেবেন CSK’দলকে নেতৃত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *