IPL 2025: ক্রিকেটের মহারণে আবার একবার সমাজ মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করে তৃতীয় বারের জন্য আইপিএল খেতাব জয় করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে সামনেই মেগা নিলাম, আর এই নিলামের আগেই চিন্তায় থাকবে প্রতিটি ফ্রাঞ্চাইজি। প্রতিটি দল তাদের সেরা প্লেয়ারগুলিকে আগে থেকে রিটেন করে রাখতে চাইবে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। আর এই নিলামে একাধিক নিয়মকানুনের বদল দেখা যাবে।
আগামী আইপিএলের (IPL 2025) নিলামের জন্য দশ ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বিসিসিআইয়ের একদিন মিটিংয়ে বসার কথা ছিল। তবে কোনো এক কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। তবে বোর্ডের কিছু সূত্রের খবর অনুযায়ী মোট ৪জন প্লেয়ারকে মেগা নিলামের আগে ধরে রাখা যাবে বলে মনে করা হচ্ছে। তাই দিল্লি ফ্রাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের চার প্লেয়ার ঠিক করে ফেলেছে। ২০২১ সাল থেকে দিল্লি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন ঋষভ পন্থ, অধিনায়ক হিসাবে বেশ দারুন প্রদর্শন দেখিয়েছেন তিনি এবারের আইপিএলে। পাশাপাশি, দিল্লি ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর হেড সৌরভ গাঙ্গুলির পছন্দের পাত্র হলেন পন্থ। তাই পন্থের পক্ষে দলে সুযোগ পাওয়াটা বাঞ্চনীয়।
পন্থকে অধিনায়ক করেই ৪ জনকে রিটেন করবে দিল্লি
তিনিই হতে চলেছেন দিল্লি দলের আগামী মরসুমের প্রথম রিটেন প্লেয়ার। পন্থের পাশাপাশি অক্ষর প্যাটেল (Axar Patel), যিনি বিগত কয়েক বছর ধরে ব্যাট ও বল হাতে তান্ডব চালাচ্ছেন এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। তাকে কোন মতেই ছাড়তে চাইবে না দিল্লি দল। পাশাপশি, ভারতীয় তারকা স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) তৃতীয় প্লেয়ার হিসাবে রিটেন করবে দিল্লি। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেট এবং এবছর তিনি যে ফর্মে রয়েছেন তাতে ফ্রাঞ্চাইজি তাকে দলের লম্বা রেসের ঘোড়া বানাবে।
তিন ভারতীয় তারকাকে প্রথমেই রিটেন করতে চাইবে দিল্লি ফ্রাঞ্চাইজি। এছাড়া চতুর্থ প্লেয়ার হিসাবে দিল্লিকে বড় সিদ্ধান্ত নিতে হবে। একজন বিদেশি খেলোয়াড় হিসেবে জেক ফ্রেজার ম্যাগরুক বা ট্রিস্টান স্টাবসকে বেছে নেবে ফ্রাঞ্চাইজি। এই দুই তরুণ তারকা গত আইপিএলে দিল্লি দলের হয়ে অসাধারণ ব্যাটিং করে বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। নিলামের আগে এই দুই তরুণ প্লেয়ারের মধ্যে যেকোনো একজন প্লেয়ারকে বাছাই করবে দিল্লি ফ্রাঞ্চাইজি। কিছুদিন আগেই তারা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, দলের প্রধান কোচ রিকি পন্টিংকে (Ricky Ponting) ছাঁটাই করেছে এবং আগামী মরশুমে নতুন কোচের নেতৃত্বেই খেলতে হবে দলকে।