রাশিদ খান
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সব থেকে ছোট ফরম্যাটের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেন রাশিদ খান। আফগানিস্তানি এই ক্রিকেটার যেমন তার স্পিন বোলিংয়ের জাদুতে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের ঘায়েল করতে পটু ঠিক তেমনি নিচের দিকে ব্যাট করতে নেমে বেশ কিছু ঝোড়ো রান বানাতেও সক্ষম। আফগানিস্তান দল গতবার এশিয়া কাপের মঞ্চে শ্রীলংকাকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলো এবং শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে টক্কর প্রতিযোগিতা দিয়েছিলো। তাই মনে করা যাচ্ছে এই বছরের এশিয়া কাপেও অসাধারণ পারফর্মেন্স করে দেখাতে চলেছে এবং তাদের দলের অন্যতম সদস্য রাশিদ খান এই বছর সিরিজ সেরা পুরস্কার জিততে পারেন বলে মনে করা যাচ্ছে।