৪) মহেন্দ্র সিং ধোনি-

ভারত তথা বিশ্বের অন্যতম সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার সঙ্গে সঙ্গে ওডিআই বিশ্বকাপেও ট্রফি এনে দিয়েছেন। তার দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নতুন প্রজন্মকে সব সময় অনুপ্রাণিত করে। তিনি আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক হিসেবেও সফল হয়েছেন। এই কিংবদন্তি উইকেটকিপার ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে এবং আইপিএলে তরুণ ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ফলে ধোনি ভারতীয় দলের বিসিসিআই (BCCI) সভাপতি হিসেবে এলে ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
দ্রষ্টব্য বিষয়: বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হতে গেলে বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন হয়। যা উপরে উল্লেখিত ক্রিকেটারদের সঙ্গে নাও মিলতে পারে। এখানে শুধুমাত্র ক্রিকেট ভক্তদের দ্বারা আলোচিত নামগুলো উল্লেখ করা হলো।
বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা:
* বিসিসিআইয়ের অধীনস্থ কোনো রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য হতে হবে।
* বিসিসিআইয়ের কোনো পদে নয় বছর থাকলে তিনি নির্বাচিত হবেন না।
* অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে।
* বয়স হতে হবে ৭০ বছরের কম।
* কোনো ফৌজদারী মামলায় অভিযুক্ত ব্যক্তি হলে চলবে না।