TOP 4: এমন ৪ ক্রিকেট ব্যক্তিত্ব যারা পরবর্তী BCCI প্রেসিডেন্ট হ‌ওয়ার দৌড়ে এগিয়ে আছেন। !! 1

৩) রবিচন্দ্রন আশ্বিন-

TOP 4: এমন ৪ ক্রিকেট ব্যক্তিত্ব যারা পরবর্তী BCCI প্রেসিডেন্ট হ‌ওয়ার দৌড়ে এগিয়ে আছেন। !! 2
Ravichandran Ashwin | Images: Getty Images

গত কয়েক বছরে ভারতীয় টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) অবদান ছিল তা কেউ অস্বীকার করতে পারেন না। তিনি ভারতীয় টেস্ট দলের হয়ে ১০৬ ম্যাচে ৫৩৭ উইকেট সংগ্রহ করেছেন। ফলে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রহকারী এই তারকা। এই অভিজ্ঞ স্পিনার গত বছর ডিসেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। সম্প্রতি তিনি আইপিএলকেও বিদায় জানিয়েছেন। রবিচন্দ্রন আশ্বিনের পারফর্মেন্সের সঙ্গে তার ক্রিকেট মাঠে তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইতিমধ্যেই ভক্তদের মুগ্ধ করেছে। ফলে এই তারকা স্পিনার‌রেও নতুন বিসিসিআই (BCCI) সেক্রেটারি হ‌ওয়ার সম্ভবনা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *