TOP 4: এমন ৪ ক্রিকেট ব্যক্তিত্ব যারা পরবর্তী BCCI প্রেসিডেন্ট হ‌ওয়ার দৌড়ে এগিয়ে আছেন। !! 1

২) মহম্মদ আজহারউদ্দিন-

TOP 4: এমন ৪ ক্রিকেট ব্যক্তিত্ব যারা পরবর্তী BCCI প্রেসিডেন্ট হ‌ওয়ার দৌড়ে এগিয়ে আছেন। !! 2
Mohammad Azharuddin | Image: Twitter

মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ভারতীয় ক্রিকেটে ব্যাটসম্যান হিসাবে অবদান রাখার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে নেতৃত্বে দায়িত্ব পেয়ে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের হয়ে একাধিক সাফল্য এনে দেন তিনি। দেশের হয়ে ৯৯ টি টেস্ট ম্যাচে ৬২১৫ রান সংগ্রহ করেছেন আজহারউদ্দিন। এছাড়াও তার ৩৩৪ টি ওডিআই ম্যাচে রয়েছে ৯৩৭৮ রান। অন্যদিকে ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর দীর্ঘদিন হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (HCA) সভাপতি হিসেবেও দক্ষতার সঙ্গে নিজের অবদান রেখেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। ফলে তিনি বিসিসিআইয়ের (BCCI) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলে সার্বিক উন্নতির ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারবেন।‌

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *