TOP 4: এমন ৪ ক্রিকেট ব্যক্তিত্ব যারা পরবর্তী BCCI প্রেসিডেন্ট হ‌ওয়ার দৌড়ে এগিয়ে আছেন। !! 1

১) হরভজন সিং-

Harbhajan singh
Harbhajan Singh | Image: Getty Images

ভারতের কিংবদন্তী স্পিনারদের মধ্যে হরভজন (Harbhajan Singh) নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি ভারতীয় দলের হয়ে এনে দিয়েছেন অসংখ্য সম্মান। এই তারকা ভারতীয় দলের হয়ে ১০৩ টি টেস্ট ম্যাচে ৪১৭ টি উইকেট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ২৩৬ টি ওডিআই ম্যাচে মোট ২৬৯ টি উইকেট তুলে নিয়েছেন। তাকে ভারতীয় দলের হয়ে এবং আইপিএলে ধারাবাহিকভাবে না হলেও অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে তরুণ ক্রিকেটারদের তুলে আনার বিষয়েও কাজ করছেন এই কিংবদন্তী স্পিনার। ক্রিকেট ধারাভাষ্যকর এবং ক্রিকেট বিশ্লেষক হিসাবেও জনপ্রিয়তা অর্জন করেছেন হরভজন (Harbhajan Singh)। তার দৃঢ়চেতা মনোভাব তরুণ ক্রিকেটারদের এখনো অনুপ্রেরণা জোগায়। ফলে তিনি বিসিসিআইয়ের (BCCI) প্রেসিডেন্ট হিসাবে আসতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *