৩. দীনেশ কার্তিক
ভারতীয় দলের অন্যতম চর্চিত প্লেয়ার হলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik) তাকে নিয়ে চর্চা করে থাকেন বিশেষজ্ঞরা, ভারতীয় দলে ২০২২ বিশ্বকাপ টি-টোয়েন্টির মঞ্চে সুযোগ পেয়েছিলেন ডিকে, পারফরম্যান্স করতে না পারায় আপাতত দল থেকে বাইরেই আছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। মহেন্দ্র সিং ধোনির আগেই ক্রিকেটে অভিষেক হয় দীনেশ কার্তিকের, তবে দলের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হন ডিকে, এর ফলে দলে সুযোগের অভাব দেখা দিতে থাকে। এমন সময় আসে যখন ঘরোয়া লিগেও পারফরম্যান্স করে দলে ঠাই হচ্ছিল না দীনেশ কার্তিকের , আবার সুযোগ পেয়েও ভালো রান বানিয়েছেন ভারতের হয়ে। তবে তিনি হার মেরেছেন মহেন্দ্র সিং ধোনির কাছে। কারণ একজন উইকেট রক্ষক হিসাবে কখনোই ব্যাক আপ উইকেটরক্ষকের প্রয়োজন হয়নি ধোনির। সেই অর্থে দীনেশ কার্তিককেও প্রয়োজন হয়নি ভারতের, যদিও তিনি ২৬ টেস্টে ২৫ গড়ে করেছেন ১০২৫ রান, ৯৪ ওডিআইতে ৩০ গড়ে করেছেন ১৭৫২ রান ও টি টোয়েন্টি খেলায় ৬০ ম্যাচে করেছেন ৬৮৬ রান।