TOP 3 : ৩ উইকেট কিপার যারা ধোনির কারণে দলে পাননি সুযোগ, বর্তমানে দলে সুযোগ পেলে তুলতেন ঝড় !! 1

২. পার্থিব প্যাটেল

TOP 3 : ৩ উইকেট কিপার যারা ধোনির কারণে দলে পাননি সুযোগ, বর্তমানে দলে সুযোগ পেলে তুলতেন ঝড় !! 2

ভারতীয় দলের হয়ে মাত্র ১৭ বছর বয়সে অভিষেক করেন বামহাতী ওপেনার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল (Parthiv Patel), নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০০৩ সালে প্রথম খেলার সুযোগ পান পার্থিব, রাহুল দ্রাবিড়ের জায়গায় ব্যাক আপ উইকেটরক্ষক হিসাবে দলে সুযোগ পেয়েছিলেন তিনি, তবে পরবর্তী কালে বেশি সুযোগ পাননি এই ব্যাটসম্যান, কারণ ২০০৪ সালের পর থেকে ২০১৯ সাল পর্যন্ত দলে রাজত্ব করে এসেছেন মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র সিং ধোনি থাকাকালীন অন্য কোন উইকেট কিপার কে প্রয়োজন হয়নি ভারতীয় দলের শুধু তাই নয় উইকেট রক্ষকের পাশাপাশি দলের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি তারপরে অন্য কোন উইকেট রক্ষক এর কথা ভাবতে পারত না ভারতীয় দল ঠিক এমনটাই হলো পার্থিব প্যাটেলের সঙ্গে। দলের হয়ে উপযুক্ত রান বানাতে ব্যর্থ হয়েছিলেন তিনি সুযোগ আসলেও তিনি তুলনামূলক পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছিলেন, ভারতীয় দলের হয়ে ২৫ টেস্টে করেছেন ৯৩৪ রান, ৩৮ ওডিআইতে করেছেন ৭৩৬ রান এবং ২ টি টি-টোয়েন্টি তে করেছেন ৩৬ রান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *