CT 2025: বেজে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দামামা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি আয়োজিত মেগা টুর্নামেন্ট। মূল আয়োজক হিসেবে দায়িত্ব পাকিস্তান পেলেও টিম ইন্ডিয়া নিজেদের ম্যাচগুলি খেলতে চলেছে দুবাইয়ের মাটিতে। অংশগ্রহণকারী আট দেশের মধ্যে ছয়টি আগেই ঘোষণা করে দিয়েছিলো তাদের স্কোয়াড। অস্ট্রেলিয়া সফর নিয়ে ব্যস্ত থাকায় খানিক দেরী হলো বিসিসিআই-এর। গতকাল মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে ‘মেন ইন ব্লু’ স্কোয়াড প্রকাশ্যে আনেন মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar) ও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। গতকালের ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া। খেতাব জয়ের কাছাকাছি আদৌ পৌঁছবে ভারত? চলছে চর্চা। দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। অন্তত তিন ক্রিকেটারের নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের ক্ষেত্রে BCCI-এর পাঁচ সিদ্ধান্ত, যা মাথার উপর দিয়ে যাচ্ছে ক্রিকেটজনতার !!
ঋষভ পন্থ-
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে রয়েছেন ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে নিঃসন্দেহে দেশের সেরা উইকেটরক্ষক-ব্যাটার তিনি। কিন্তু সাদা বলের খেলায় মোটেই ‘অটোমেটিক চয়েজ’ বলা যায় না তাঁকে। ঋষভকে (Rishabh Pant) বহু সুযোগ আগেও দিয়েছেন নির্বাচকেরা। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেন নি তিনি। ৩১টি একদিনের ম্যাচে তাঁর ব্যাটিং গড় মাত্র ৩৩.৫০। শতরান একটি, অর্ধশতক মাত্র পাঁচটি। মিডল অর্ডারে ভরসা যোগাতে পারেন নি তিনি। টি-২০তেও ৭৬ ম্যাচ খেলে ফেললেও ঝুলিতে রান সংখ্যা কেবল ১২০৯। সাম্প্রতিক অতীতেও সীমিত ওভারের যে কয়টি ম্যাচ ঋষভ খেলেছেন, সেখানে কোনো উল্লেখযোগ্য পারফর্ম্যান্স নেই তাঁর। এরপরও কেন তাঁকে দুবাইগামী বিমানের টিকিট ‘উপহার’ দেওয়া হলো, তা নিয়ে রয়েছে প্রশ্ন। সঞ্জু স্যামসন (Sanju Samson) বা ঈশান কিষণ’কে (Ishan Kishan) যোগ্যতর মনে করছে ক্রিকেটদুনিয়া।
ওয়াশিংটন সুন্দর-
২৪ বর্ষীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) প্রতিভা নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। লোয়ার অর্ডারে ব্যাট হাতে কার্যকরী তিনি। এমনকি বল হাতেও বেশ নিখুঁত। বেশী রান খরচ করেন না, নিয়মিত উইকেটও নেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) যে কম্বিনেশনে দল সাজিয়েছে ভারত, সেখানে আদৌ ওয়াশিংটনের প্রয়োজন ছিলো কিনা তা নিয়ে নিশ্চিত নন ক্রিকেট বিশেষজ্ঞরা। স্কোয়াডে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মত দুই অভিজ্ঞ স্পিন বোলিং অলরাউন্ডার। তাঁদের পিছনে ফেলে তামিলনাড়ুর তরুণের মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই ওয়াশিংটনকে (Washington Sundar) নেওয়ার বদলে নীতিশ কুমার রেড্ডি অধিক কার্যকরী হতে পারতেন বলে মনে করছেন অনেকে। দুবাইয়ের বাইশ গজের যা চরিত্র তাতে বিশাখাপত্তনমের পেস বোলিং অলরাউন্ডার হতে পারেতেন ভারতের ট্রাম্প কার্ড।
রোহিত শর্মা-
খোদ অধিনায়কের নির্বাচন নিয়েও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। রোহিতের (Rohit Sharma) সাম্প্রতিক ফর্ম রয়েছে আতসকাঁচের নীচে। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রান পান নি তিনি। নড়বড়ে লেগেছে স্পিনের বিরুদ্ধে। এমনকি হতাশ করেছেন অস্ট্রেলিয়াতেও। পাঁচ ইনিংসে ৬.২০ গড়ে করেছেন মাত্র ৩১ রান। অফ ফর্মের অন্ধকারে ডুবে থাকা অধিনায়ককে বাধ্য হয়েই সরে দাঁড়াতে হয়েছিলো সিডনিতে সিরিজের শেষ টেস্ট থেকে। মেগা টুর্নামেন্টের আগে বড়সড় রদবদল চায় না বোর্ড। ফলে দলে জায়গা অক্ষত থেকেছে তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) যদি ছন্দ খুঁজে না পান রোহিত, তাহলে বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে রোহিতের বদলে যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে অধিক কার্যকরী হতে পারে বলে মত বিশেষজ্ঞমহলের।