IPL 2025: সকল ফ্রাঞ্চাইজির 'নয়নের মনি' হয়ে উঠল ওয়াসিংটন সুন্দর, নিলামের আগেই শুরু কাড়াকাড়ি !! 1

আইপিএল ২০২৫ (IPL 2025) এর জন্য ধরে রাখার শেষ তারিখ ঘনিয়ে আসছে। আগাম ৩১শে অক্টোবর বিকাল ৫টার মধ্যে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। তবে এই নিয়ে খেলোয়াড়দের মধ্যে তৈরি হচ্ছে টানাপোড়েন। আইপিএলের সফল দলগুলোর দিকে নজর থাকবে ভক্তদের। মুম্বাই ইন্ডিয়ান্স (MI), চেন্নাই সুপার কিংস (CSK), কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) দলের দিকে নকর থাকবে ক্রিকেট ভক্তদের।

খবরের শিরোনামে উঠে এসেছেন ওয়াসিংটন সুন্দর

Washington Sundar,
Washington Sundar | Image: Getty Images

অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ দলের খেত্রেও ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের বাছাই করতে হচ্ছে সমস্যা। হঠাৎ করেই সানরাইজার্স হায়দ্রাবাদের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের (Wasington Sundar) চাহিদা বেড়েছে। চলতি ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সুন্দরকে খেলতে দেখা যাচ্ছে। আসলে রঞ্জি ট্রফিতে শতরান হাঁকানোর পর সরাসরি পুনে টেস্টের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়ে যান ওয়াসিংটন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল হাতে প্রথম ইনিংসেই ৭ উইকেট তুলে নিয়েছিলেন সুন্দর এবং পুরো ইনিংসে তিনি ১১ উইকেট নিয়েছিলেন। প্রথম টেস্টে আদেও ভারতীয় স্কোয়াডের অংশ ছিলেন না সুন্দর। তবে পুনা টেস্টে পিচের কথা বিচার করে ভারতীয় দলে সরাসরি সুযোগ পান তিনি।

Read More: IPL 2025: বিদায় KL রাহুলের, পান্ডিয়া-পুরান’কে রিটেনশনে চমকে দিল লক্ষৌ সুপারজায়ান্টস !!

তিন ফ্রাঞ্চাইজি সুন্দরকে কিনতে কোটি টাকা খরচ করতে রাজি

Washington Sundar, ipl 2025
Washington Sundar | Image: Getty Images

তার এই দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের পর মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস দল সুন্দরকে IPL 2025-এ দলে শামিল করার জন্য মুখিয়ে রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ওয়াসিংটন সুন্দরকে হয়তো ধরে রাখবে না সানরাইজার্স হায়দ্রাবাদ তাই তাকে দলে শামিল করতে প্রচেষ্টা চালাবে অন্তত তিনটি দল – মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। তবে নিলামের মঞ্চে সুন্দরকে আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করে আইপিএল নিলামে সুন্দরকে ধরে রাখতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদের কর্মকর্তারা।

আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ারের’ নিয়ম চালু হওয়ার পর অলরাউন্ডার প্লেয়ারদের ভূমিকা অনেকটাই কমে গিয়েছে। যে কারণে সুন্দরদের মতন খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন না। গত আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলতে পেয়েছিলেন তিনি। তবে ৭৩ রান খরচ করে ১ উইকেট তুলে নেন তিনি। সদ্য ভারতের অস্ট্রেলিয়া সফরে তৃতীয় স্পিনার হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে।

Read Also: ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগেই দুঃসংবাদ, ক্রিকেটকে আলবিদা জানালেন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *