Team India

ইশান কিষাণ ও নীতিশ রানা

ক্যারিয়ারের শুরুতে পরম বন্ধু ছিলেন এই ৩ জোড়া ক্রিকেটার, ক্রিকেটীয় আঙিনায় এখন হয়েছেন চরম শত্রু !! 1

এই তালিকায় সব থেকে বড় চমকের নাম অবশ্যই ইশান কিষাণ ও নীতিশ রানা। প্রশ্ন উঠতে পারে এই দু’জন একসঙ্গে জাতীয় দলে না খেললেও, বন্ধু কিংবা শত্রু হলেন কি করে? আসলে ঘটনা হল, ইশান কিষাণ মুম্বাই ইন্ডিয়ান্স ও নীতিশ রানা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও দু’জনের মধ্যে একটা সখ্যতা রয়েছে। তবে জাতীয় দলে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে একটা শত্রুতার আবহাওয়া গড়ে উঠেছে। সম্প্রতি ইশান কিষাণের টি-২০ ফর্ম এবং তার জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে একটি টুইট করেছেন। সেটা করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে খারাপ ফর্ম সত্ত্বেও নির্বাচকরা ইশানকে সুযোগ দিচ্ছেন এবং তার দিকেও ফিরেও তাকাচ্ছেন না। এই নিয়েই দু’জনের মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে। আইপিএলের মাধ্যমে গড়ে ওঠা সখ্যতাও এখন উধাও হয়ে গিয়েছে।

Read More: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে আধ্যাত্মিক আশীর্বাদের খোঁজে বিরাট কোহলি ! সস্ত্রীক পৌঁছালেন হৃষিকেশে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *