IPL 2024: মুজিবের পরিবর্তে এই ৩ স্পিনারকে সামিল করতে চলেছে KKR, তালিকায় রয়েছে বিশ্বের সেরাও !! 1

IPL 2024: চাপ বাড়লো কলকাতা নাইট রাইডার্সের (KKR), আসন্ন আইপিএলে মিস্ট্রি স্পিনার মুজিব উর রহমানকে (Mujeeb ur Rahman) দলে পেয়েও হাতছাড়া হলো এই আফগান স্পিন উইজার্ড। প্রসঙ্গত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (ACB) কেন্দ্রীয় চুক্তি থেকে ছাড় চেয়েছেন ৩ আফগান ক্রিকেটার। তাদের মধ্যে একজন হলেন মুজিব এবং ACB মনে করছে দেশের চেয়ে প্রাইভেট লিগগুলিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটারেরা। যে কারণে তাদেরকে রুখতেই বড় সিদ্ধান্ত নিলো বোর্ড এবং তারা তিনজনের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি দেরিতে করানোর সিদ্ধান্ত জানিয়েছেন। পাশাপাশি এটাও জানানো হয়েছে দেশের আগে ফ্রাঞ্চাইজি ক্রিকেট বেছে নেওয়ার জন্য আগামী এক বছর কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে না মুজিব, নবীন ও ফারুকীকে। পাশাপাশি অন্তত ২ বছর ছাড়পত্রও (NOC) দেওয়া হবে না। এই পরিস্থিতিতে কলকাতা দল ৩ স্পিনারকে দলে শামিল করতে পারে।

আরও পড়ুন | IPL 2024: আইপিএল শুরুর আগেই ক্যাপ্টেনসি হারালেন শিখর ধাওয়ান, এই খেলোয়াড় দেবেন পাঞ্জাবকে লিড !!

তাবরেজ শামসি

Tabraiz Shamsi, ipl 2024
Tabraiz Shamsi | Image: Getty Images

সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী দলের হয়ে দীর্ঘ সময় ধরে খেলে আসছেন। তবে ইডেনের উইকেটে এবছর বিশ্বকাপের সময় বেশ ঘূর্ণি দেখা গিয়েছে এবং আসন্ন আইপিএলেও ইডেনে ঘূর্ণি উইকেট দেখা যেতে পারে। আর ঘূর্ণি উইকেটে শামসির (Tabraiz Shamsi) মতন বোলারকে প্রয়োজন। বিগত কয়েক বছর আগে কুলদীপ যাদব (Kuldeep Yadav) কলকাতা দলের অংশ ছিলেন তিনিও শামসির মতন বাঁহাতি রিস্ট স্পিনার।

অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। যেহেতু কলকাতা দলে কোনও বাঁ হাতি রিস্ট স্পিনার নেই, তাই শামসি হতে পারেন ভালো বিকল্প। আইপিএলে ৫ ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছেন তবে আন্তর্জাতিক খেলায় ৬৫ ম্যাচে ৭৮ উইকেট নিয়েছেন এবং লম্বা সময় ধরে এক নম্বর T20i বোলারও ছিলেন তিনি।

ইশ সোধি

Ish sodhi, ipl 2024
Ish Sodhi | Image: Getty Images

তালিকায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কিউই প্লেয়ার ইশ সোধি, T20 ক্রিকেটে অন্যতম সেরা বোলার হলেন সোধি। নিউজিল্যান্ডের জার্সিতে শতাধিক ম্যাচ খেলেছে তিনি। সবসময় ভারতের বিরুদ্ধে এবং ভারতের মাটিতে পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ১০৩ ম্যাচে ১২৬ উইকেট নিয়েছেন তিনি, আইপিএলেও কামাল করেছিলেন তিনি। ৮ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট, তবে তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭। যদিও বেশি আইপিএলে সুযোগ পেতে দেখা যায়নি তাকে। আসন্ন আইপিএলে (IPL 2024) তাকে দেখা যেতে পারে কলকাতা দলে।

আদিল রশিদ

Adil Rashid, ipl 2024
Adil Rashid | Image: Getty Images

তালিকায় রয়েছেন বর্তমান আন্তর্জাতিক T20 ক্রিকেটের সেরা বোলার আদিল রশিদ (Adil Rashid)। তিনি হলেন অভিজ্ঞতার ভান্ডার, লম্বা সময় ধরে খেলছেন তিনি। শুধু মুজিবের বদলি হিসাবে নয়, সুনীল নারিনের কাজটিও করতে সক্ষম হবেন রশিদ। KKR স্পিনারদের সঙ্গে ফলে আদিল রশিদ এলে তিনি ভরসা জোগাতে পারবেন। বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে তার প্রদর্শন ছিল অসাধারণ, যার পরেই তিনি হয়ে উঠেছেন নম্বর ওয়ান বোলার। পাশাপাশি তাঁর অতীতে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। দেশের হয়ে ১০৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়েছেন এবং আইপিএলে ৩ ম্যাচে ২ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন | IPL 2024: বড় সিদ্ধান্ত নিলেন কাব্য মারান, বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের হাতেই তুলে দিলেন দলের দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *