অভিষেক শর্মার রুদ্ধশ্বাস ফর্ম

এবারের এশিয়া কাপে অভিষেক শর্মা (Abhishek Sharma) দুরন্ত ছন্দে রয়েছেন। সুপার ফোরের তিন ম্যাচেই অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক, এরপর বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ বলে ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি এমনকি শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন। অভিষেক শর্মার এই দুরন্ত ছন্দ মেগা ফাইনালেও বিপক্ষ দলকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। অভিষেক শর্মা যেভাবে এই এশিয়া কাপে খেলছেন তাতে খুব সহজেই ভারত এই ম্যাচ জিতে যাবে বলেই ভক্তরা আশা রাখছেন।