ভারতীয় দল ইতিমধ্যেই চলতি এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2025 Final) পৌঁছে গিয়েছে। ভারতীয় দল এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচে একতরফা ভাবে জিতেছিল ভারত। এরপর সুপার ফোরের ম্যাচগুলো জিততে বেশ বেগ পেয়েছিল ভারতীয় দল। গতকাল বাংলাদেশের বিরুদ্ধেও ভারতীয় দলকে জিততে ম্যাচ সুপার ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতে হয়েছিল। সুপার ওভারে অবশ্য ভারতীয় দল শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজেয় থেকেছে। এবারের এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি ভারত ও পাকিস্তানের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে। উভয় দল এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়নি। গ্রুপ পর্যায়ে ও সুপার ফোরে দুবারের সাক্ষাতে ভারতীয় দল পাকিস্তানকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। যে কারণে ফাইনালের মঞ্চেও ভারতের কাছে সহজ হবে পাকিস্তানকে হারানোর।
ফর্মে ফিরেছে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা

এশিয়া কাপের মঞ্চে (Asia Cup 2025) ভারতের মিডিল অর্ডারে বেশ দুর্বলতা লক্ষ করা গিয়েছিল। এবারের টুর্নামেন্টে তিনটি ম্যাচে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করেছে এবং তিনটি ম্যাচে শেষে ব্যাটিং করেছে। ভারতীয় দল এবারের এশিয়া কাপে রুদ্ধশ্বাস ছন্দ দেখালেও ভারতীয় দলের মিডিল অর্ডার সেভাবে এগিয়ে আসতে পারেনি। ওমানের মতন দলের বিরুদ্ধেও ভারতীয় দলের মিডিল অর্ডার সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছিল। শুধু তাই নয়, অভিষেক শর্মা (Abhishek Sharma) যেভাবে এবারের এশিয়া কাপে ব্যাটিং করেছেন তিনি তাতে মিডিল অর্ডারের সেভাবে প্রয়োজন হয়নি। তবে ওমান, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের মিডিল অর্ডার নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে রান পেয়েছেন তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (Sanju Samson) দুজনেই। তাছাড়া, মিডিল অর্ডারে শিবম দুবেও ভালো ছন্দ দেখিয়েছেন। এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মিডিল অর্ডার শক্তি বাড়তি ভূমিকা গ্রহণ করবে।