3-reasons-why-shreyas-is-being-ignored

নেতৃত্বের সংঘাত এড়াতে চায় বোর্ড-

Shubman Gill and Shreyas Iyer | Image: Getty Images
Shubman Gill and Shreyas Iyer | Image: Getty Images

কেন বাদ দেওয়া হচ্ছে শ্রেয়স আইয়ার’কে (Shreyas Iyer)? সম্প্রতি এই প্রশ্নটি করা হয়েছিলো ইংল্যান্ডের প্রাক্তনী মন্টি পানেসার’কে। বেশ তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছেন তিনি। নেতৃত্ব নিয়ে সংঘাত এড়াতে দল থেকে শ্রেয়সকে দূরে রাখছে বিসিসিআই-জানিয়েছেন প্রাক্তন বাম হাতি অফস্পিনার। বলেছেন “শ্রেয়সকে যে ভারতীয় দলে জায়গা করে নিতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে তার অন্যতম কারণ ওর নেতৃত্বদানের সহজাত ক্ষমতা। আমার মনে হয় এই মুহূর্তে সেটা ভারতীয় দলের প্রয়োজন নেই। এটা (শ্রেয়সকে বাদ দেওয়া) ওদের (বিসিসিআই) একটা সুযোগ করে দেয় এমন একজন তরুণকে খেলানোর যে কিনা আরও একটু বেশী চিত্তাকর্ষক। যাঁকে সামলানো কোচ গৌতম গম্ভীরের পক্ষে অপেক্ষাকৃত সহক হবে।” শ্রেয়স নয় বরং শুভমান গিলের উপর বাজি ধরতে আগ্রহী বোর্ড, ইঙ্গিত করেছেন পানেসার।

Also Read: আবারও রোহিতকে নিয়ে ছেলেখেলা MI’এর, হার্দিকের সামনে করতে হবে ‘জি স্যার’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *