3-reasons-why-shreyas-is-being-ignored

অন্যদের তুলনায় পিছিয়ে পরিসংখ্যানে-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

ওয়ান ডে ছাড়া অন্য দুই ফর্ম্যাটে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পরিসংখ্যানের দিক থেকেও অনেকখানি পিছিয়েই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টেস্টে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষভ পন্থের ব্যাটিং গড় প্রায় ৪৫। ৪৭ ম্যাচে ৩৪২৭ রান করেছেন তিনি। রয়েছে ৮টি শতরান। সেখানে শ্রেয়স আইয়ারের ঝুলিতে ১৪ ম্যাচে ৮১১ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরুটা করেছিলেন শতরান করে। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেন নি তিনি। কার্যকারিতার নিরিখে এগিয়েই থাকবেন সরফরাজ (Sarfaraz Khan), ধ্রুব জুরেলরাও। টি-২০তে ২৫ ম্যাচে প্রায় ৫০ গড়ে ৭৪৯ রান করেছেন তিলক বর্মা (Tilak Varma)। রয়েছে দু’টি শতরান। তিনবার শতকের গণ্ডী পেরিয়েছেন সঞ্জু স্যামসন। সূর্যকুমার তিন অঙ্কের মাইলস্টোন পেরিয়েছেন ৪ বার। করেছেন ২৫৯৮ রান’ও। তার পাশে শ্রেয়সের ৫১ ম্যাচে ১১০৪ রান দেখায় বেশ ম্রিয়মানই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *