TOP 3: বঞ্চনার শিকার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মাঝপথে অফ ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিলো তাঁকে। এরপর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি, ইরানী কাপে নিয়মিত খেলেছেন তিনি। অংশ নিয়েছেন দলীপ ট্রফিতেও। বড় রান করা সত্ত্বেও তাঁকে দেওয়া হয় নি প্রত্যাবর্তনের সুযোগ। টি-২০তেও ছবিটা কার্যত একই রকম। ২০২৩-এর নভেম্বরের পর কুড়ি-বিশের ক্রিকেটে দেশের জার্সি পরার সুযোগ পান নি তিনি। ২০২৪-এ আইপিএল (IPL), সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছেন। ছন্দ ধরে রেখেছেন ২০২৫য়েও। পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে ১৭ ম্যাচে করেছেন ৬০৪ রান। তবুও ঠাঁই মেলে নি এশিয়া কাপের স্কোয়াডে। ওয়ান ডে ছাড়া অন্য দুই ফর্ম্যাটে শ্রেয়সকে (Shreyas Iyer) সুযোগ দিতে কেন অনীহা নির্বাচকদের? রইলো তারই ব্যাখ্যা।
Read More: অস্ট্রেলিয়া সিরিজের আগে বোর্ডের মাথায় হাত, বাদ পড়লেন স্বয়ং অধিনায়ক !!
যথেষ্ট বিকল্প রয়েছে ভারতের হাতে-

টিম ইন্ডিয়ার স্কোয়াড গভীরতা এই মুহূর্তে অসামান্য। টেস্ট ক্রিকেটে সাধারণত পাঁচ নম্বরে ব্যাটিং করে থাকেন শ্রেয়স (Shreyas Iyer)। কিন্তু ইতিমধ্যেই সেই পজিশনকে নিজের করে নিয়েছেন ঋষভ পন্থ। লাল বলের ফর্ম্যাটে তাঁর যা পরিসংখ্যান, তাতে ঋষভকে সরিয়ে জায়গা করে নেওয়া কার্যত অসম্ভব মুম্বইয়ের ব্যাটারের পক্ষে। পন্থ (Rishabh Pant) ছাড়াও দৌড়ে রয়েছেন ধ্রুব জুরেল, সরফরাজ খানের মত তারকা। দীর্ঘতম ফর্ম্যাটে তাঁরাও যখনই সুযোগ পেয়েছেন, নজর কেড়েছেন। ফলে তাঁদের সরিয়ে জায়গা করে নেওয়া কঠিন হচ্ছে শ্রেয়সের (Shreyas Iyer) জন্য। টি-২০তেও ছবিটা কার্যত একই। তিন বা চারে খেলতে দেখা যায় শ্রেয়সকে। তিলক বর্মা, সঞ্জু স্যামসনদের মত তারকারা ইতিমধ্যেই রয়েছেন ভারতীয় শিবিরে। চারে খেলেন খোদ অধিনায়ক সূর্যকুমার। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন শ্রেয়স।