3-reasons-why-pak-are-favourites-to-win-asia-cup-final

আত্মতুষ্টি ডোবাতে পারে ভারতকে-

Team India | Asia Cup 2025 | Image: Getty Images
Team India | Asia Cup 2025 | Image: Getty Images

চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারে নি টিম ইন্ডিয়া। কিন্তু তাদের একাদশে যে দুর্বলতা রয়েছে তা স্পষ্ট হয়েছে ওমান বা বাংলাদেশের মত প্রতিপক্ষের বিরুদ্ধে। অ্যাসোসিয়েট দেশ ওমান ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করেছে। বাংলাদেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে ব্যাটিং-এর ফাঁকফোকর। ওপেনার অভিষেক শর্মা ছাড়া বাকিরা যে ভালো মানের স্পিন বোলিং-এর বিরুদ্ধে সমস্যায় পড়তে পারেন তা বোঝা গিয়েছে সুপার ফোরের ম্যাচে। পাকিস্তান যদি সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামে তাহলে নিঃসন্দেহে সুবিধা পেতে পারে তারা। কোচ গম্ভীরকে চিন্তায় রাখছে আত্মতুষ্টির বিষয়টিও। পাকিস্তানের বিরুদ্ধে গত দুই জয়ের কথা মনে রেখে মাঠে যদি সামান্যতম ঢিলেমি দেখান সূর্যরা, তাহলে জাঁকিয়ে বসতে পারে প্রতিবেশী দেশ।

Also Read: IND vs SL ASIA CUP 2025: বিশ্রামে বুমরাহ-স্যামসন, এন্ট্রি জিতেশ-রিঙ্কুর, প্রকাশ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *