3-reasons-why-pak-are-favourites-to-win-asia-cup-final

আগেও ঘুরে দাঁড়িয়েছে পাক শিবির-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে হতশ্রী পরাজয়ের পর ফাইনালে দাপুটে পারফর্ম্যান্স করে বাজিমাত করার নজির পূর্বেও রয়েছে পাকিস্তানের (IND vs PAK)। ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2017) দেখা গিয়েছিলো একই ঘটনা। ৪ঠা জুন এজবাস্টনে ‘মেন ইন ব্লু’র বিপক্ষে খড়কুটোর মত উড়ে গিয়েছিলো পাক বাহিনী। ৩২০ তাড়া করতে নেমে তাদের থামতে হয়েছিলো ১৬৪ রানে। কিন্তু ফাইনালে দেখা গিয়েছিলো অন্য পাকিস্তানকে। ফখর জামানের (Fakhar Zaman) দুর্দান্ত শতরানের সৌজন্যে স্কোরবোর্ডে ৩৩৮ রান তুলেছিলো তারা। বল হাতে এরপর জ্বলে ওঠেন হাসান আলি, মহম্মদ আমিররা। ১৫৮তে অল-আউট হয় টিম ইন্ডিয়া। ১৮০ রানের ব্যবধানে জিতে ট্রফি ছিনিয়ে নেয় পাকিস্তান। এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালেও ঘটতে পারে তেমন কিছুই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *