TOP 3: বুধবারই ফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছিলো ভারতীয় দল (Team India)। গতকাল বাংলাদেশকে হারিয়ে খেতাবী দ্বৈরথে পা রাখলো পাকিস্তানও (IND vs PAK)। এশিয়া কাপের (Asia Cup) ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি উপমহাদেশীয় ক্রিকেটের দুই হেভিওয়েট। গত আটটি সাক্ষাৎকারে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ‘মেন ইন ব্লু।’ সাতটি ম্যাচে জিতেছে তারা। আর একটি থেকেছে অমীমাংসিত। এবারের এশিয়া কাপেও (Asia Cup 2025) পড়শি দেশের বিরুদ্ধে দুইবার জিতেছে টিম ইন্ডিয়া। তাই সূর্যকুমারদের (Suryakumar Yadav) ‘ফেভারিট’ তকমা দিচ্ছেন অনেকেই। কিন্তু রয়েছে উল্টো মত’ও। কোণঠাসা পাকিস্তান সবসময় ভয়ঙ্কর, বলছেন কেউ। অন্তত তিনটি কারণের ভিত্তিতে রবিবাসরীয় মহারণে সলমল আলি আঘা’র দলকেই এগিয়ে রাখছেন তাঁরা।
Read More: “ভারতের ইগো’কে হত্যা কর…” রবিবারের ফাইনালের আগে পাকিস্তানকে পরামর্শ শোয়েব আখতারের !!
বদলা নিতে মরিয়া পাকিস্তান-

এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্ব ও সুপার ফোরের লড়াইতে পাকিস্তানকে কার্যত নাস্তানাবুদ করেছে টিম ইন্ডিয়া। প্রথমবার ৭ উইকেটে ও দ্বিতীয় বার ৬ উইকেটের ব্যবধানে জিতেছে তারা। গ্রুপ পর্বের খেলা শেষে পাক খেলোয়াড়দের সাথে হ্যান্ডশেক করেন নি ভারতীয় তারকারা। সুপার ফোরের ম্যাচের পর সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়েছেন যে পাকিস্তানকে আর ‘প্রতিদ্বন্দ্বী’ বলে মনে করেন না তাঁরা। এহেন আচরণ’কে অপমানজনক হিসেবেই দেখছেন সলমন আলি আঘা, শাহীন শাহ আফ্রিদিরা। তাই ফাইনালে নিজেদের সর্বস্ব পণ করে মাঠে নামতে মরিয়া তারা। তাই ‘আনপ্রেডিক্টেব্ল’ পাক শিবির যদি বদলায় আশায় বাড়তি উদ্যম দেখায় মাঠে তাহলে তারা ভারতের অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরলেও ধরতে পারে।