এবারের আইপিএলে (IPL 2025) অন্যতম শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। শুরু থেকে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সুপারস্টারদের নিয়ে গড়ে উঠেছে মুম্বাই ইন্ডিয়ানস দলটি। ২০২০ সালের শেষবার আইপিএল শেরোপ জয় করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর থেকে চার বছর কেটে গেলে ও মুম্বাইয়ের হাতে ট্রফি আসেনি। চার বছরের মধ্যে কেবলমাত্র ২০২৩ সালে প্লেয়ারের জন্য কোয়ালিফাই করেছিল দলটি। এছাড়া বাকি তিন মৌসুমে দলের প্রদর্শন ছিল খুবই খারাপ। আসন্ন মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের জেতার পিছনে এই তিনটি কারণ হতে চলেছে সব থেকে বড় অস্ত্র।
বিশ্বকাপ বিজেতাদের উপস্থিতিতে

মুম্বাই ইন্ডিয়ান্স দলটি হলো সুপারস্টারে ভরা। এই দলে একের পর এক তারকাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। আসল কথা, গত চার বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স আশানুরূপ হয়নি। যে কারণে এবারের আইপিএলে বেশ কিছু বিশ্ব বিজেতাদের নিয়েই দলটি গঠন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমেই রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), যার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার আইপিএল শিরোপা জয়লাভ করেছিল। শুধু তাই নয় সদ্য রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয়লাভ করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স দলে রয়েছেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতন অভিজ্ঞ খেলোয়াড় যিনিও পাঁচবার আইপিএল শিরোপা জয় করেছেন। রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। যিনি একসময়ে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান ছিলেন।
Read More: IPL 2025: ৩ টি শক্তিশালী দিক যার জন্য পাঞ্জাব কিংসের হাতে উঠবে আইপিএল ট্রফি !!
বর্তমানে তার কিছুটা ছন্দপতন ঘটলেও টি-টোয়েন্টি সেরা ব্যাটসম্যানদের তালিকায় তাকে গণ্য করা হয়। এ ছাড়া কিংবদন্তি পেসার জসপ্রীত বুমরাহের উপস্থিতি দলকে আরও শক্তি যোগাবে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সদস্যদের চারজন মুম্বাই ইন্ডিয়ান্স দলে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি দলে নিউজিল্যান্ড দলের অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ও তাদের তারকা কিংবদন্তি পেসার ট্রেন্ট বোল্টকেও দেখতে পাওয়া যাবে। এক কথায় চ্যাম্পিয়ন খেলোয়াড়দের নিয়েই অভিযান শুরু করতে চলেছে মুম্বাই।
রুদ্ধশ্বাস বোলারদের উপস্থিতি

মুম্বাই ইন্ডিয়ান্স দলে রয়েছে ১২ ওভারের দুর্দান্ত পেস আক্রমণ। ওপেনিং স্পেলে দীপক চাহার (Deepak Chahar) এবং ট্রেন্ট বোল্টকে (Trent Boult) মঞ্চ মাতাতে দেখা যাবে। বোল্ট ও দীপক পাওয়ার প্লেতে বোলিং করলে ক্রিকেট মঞ্চে ফুটবলের স্কোর দেখা যেতে পারে। দুজনেই পাওয়ার প্লের ভিতর তাদের প্রথম ছয় ওভার হতে চলেছে বিপক্ষ দলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ডেথ ওভারের রাজা জসপ্রীত বুমরাহ বিপক্ষ দলের ত্রাস হয়ে ওঠেন। স্পিন আক্রমণের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারকে। চলতি সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। ধীরগতির উইকেট অথবা ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটসম্যানদের রীতিমতন চাপের মধ্যে রেখেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান দলের হয়ে ১৬ ওভার রীতিমতো বিপক্ষ দলের ব্যাটসম্যানদের নাজেহাল করতে সক্ষম দলের এই চার তারকা খেলোয়াড়রা। এছাড়াও হার্দিক পান্ডিয়া কিংবা নমন ধীরকেও প্রয়োজনীয় ওভারে বোলিং করতে দেখা যাবে। এক কথায় মুম্বইয়ের বোলিং লাইন আপ এবারের আইপিএলে সবথেকে সেরা।
ট্রফি জেতার অভিজ্ঞতা

এবার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের নিয়েই তৈরি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। ২০১০ সালে প্রথমবারের জন্য আইপিএল ফাইনালে পৌঁছেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। শিরোপা জলের লড়াইয়ে চেন্নাই সুপার কিংস এর কাছে পরাজিত হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। তবে এরপর ২০১৩ সাল থেকে ২০২০ সালের মধ্যে পাঁচ পাঁচটি শিরোপা জয় করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শিরোপা জয়ের লড়াইয়ে বাকি দলগুলিকে পিছনে ফেলে দিয়েছিল মুম্বাই। মুম্বাই ইন্ডিয়ান্স দলে একাধিক খেলোয়াড়দের কাছেই আইপিএল ট্রফির জয় করার অভিজ্ঞতা রয়েছে। অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট ও করণ শর্মাদের আইপিএলের মঞ্চে ট্রফি যে তার অভিজ্ঞতা রয়েছে। আসন্ন আইপিএলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হেক্সা মিশন করতে চলেছে মুম্বই পল্টন।