TOP 3: ২০২১ ও ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পা দিয়েও খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। সাদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিলো স্বপ্নভঙ্গ। আর ২০২৩-এ ওভাল থেকে মাথা নীচু করে মাঠ ছড়তে হয়েছিলো বিরাট কোহলি, রোহিত শর্মাদের (Rohit Sharma)। জয়ের উচ্ছ্বাসে ভেসেছিলো অস্ট্রেলিয়া। জোড়া ব্যর্থতাকে পিছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সংকল্প এবার ভারতীয় দলের। ২০২৫-এর জুনে ‘ক্রিকেটের মক্কা’ লর্ডসে আয়োজিত হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। এখনও পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে ভারত। তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৭১.৬৭। খুব অঘটন না ঘটলে ফাইনালে যাবেন রোহিতরা (Rohit Sharma)। তৃতীয় সুযোগে ট্রফি জিততে এই তিনটি বিষয়ের উপর আস্থা রাখতে পারে ‘মেন ইন ব্লু।’
Read More: পারফর্ম্যান্সের বেহাল দশা, গম্ভীর-জয় শাহের সাথে সুসম্পর্কের কারণেই অধিনায়কত্ব করছেন এই খেলোয়াড় !!
ভারসাম্য রয়েছে ব্যাটিং বিভাগে-
২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের জন্য বহু আগে থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে বিসিসিআই। সাদাম্পটন ও ওভালের মাঠে ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছিলো টিম ইন্ডিয়াকে। কিন্তু এবার সেই একই ভুল করতে আর রাজী নয় টিম ইন্ডিয়া (Team India)। প্রতিপক্ষের থেকে একধাপ এগিয়ে থাকতে চাইছে তারা। ইতিমধ্যে ব্যাটিং অর্ডারের ভারসাম্য খুঁজে নেওয়ার দিকে অনেকটা অগ্রসর’ও হয়েছে দল। ওপেনিং-এ অধিনায়ক রোহিতের সঙ্গী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিন নম্বরে চেতেশ্বর পূজারার শূন্যস্থান’ও পূরণ করে দিয়েছেন শুভমান গিল। চারে কোহলি। পাঁচ নম্বর ব্যাটার হিসেবেও কে এল রাহুল ও সরফরাজ খানের (Sarfaraz Khan) বিকল্প রয়েছে হাতে। নজর কেড়েছেন ধ্রুব জুড়েল’ও। লোয়ার অর্ডারের জন্য প্রস্তুত জাদেজা ও অশ্বিন। সব মিলিয়ে যে কোনো পরিস্থিতির জন্যই তৈরি ভারতীয় ব্যাটিং।
দলে ফিরেছেন এক্স-ফ্যাক্টর-
সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের পয়লা নম্বর ম্যাচ উইনার ঋষভ পন্থ (Rishabh Pant)। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাঠেও ভয়ডরহীন ব্যাটিং করে টিম ইন্ডিয়াকে সাফল্য এনে দিয়েছেন তিনি। ২০২৩-এর WTC ফাইনালে তাঁর না থাকা চাপে ফেলেছিলো কোহলি-রোহিতদের। সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয়েছিলো তাঁকে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। বাইশ গজে ফিরেই বুঝিয়ে দিয়েছেন যে কেন তাঁকে বিশেষজ্ঞরা ভারতের এক্স-ফ্যাক্টর বলে থাকেন। চেন্নাইয়ের মাঠে প্রথম ইনিংসে স্যুইং সামলে কার্যকরী ইনিংস খেলেন। আর দ্বিতীয় ইনিংসে করেছেন দুর্দান্ত শতরান। ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছে তাঁর ব্যাট। লর্ডসের মাঠেও প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হতেই পারেন ভারতের উইকেটরক্ষক। তাঁর অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে দলের।
ভরসা যোগাচ্ছে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ-
বিদেশের মাঠে টেস্ট জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া যে অত্যন্ত প্রয়োজন তা বর্তমানে ক্রিকেটদুনিয়ার প্রতিষ্ঠিত সত্য। লর্ডসে ভারতের প্রতিপক্ষ যেই হোক না কেন, তাদের চাপে রাখবে টিম ইন্ডিয়ার (Team India) বোলিং বিভাগের বর্তমান ফর্ম। কেরিয়ারের সেরা ছন্দে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। লাল বল হাতে জাত চিনিয়েছেন দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশের বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালেও দলের বড় বাজি হবেন তিনি। তাঁর সঙ্গী হিসেবে জ্বলে উঠতে পারেন মহম্মদ সিরাজ’ও (Mohammed Siraj)। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাঠে কিছু স্মরণীয় স্পেল উপহার দিয়েছেন তিনি। আশা করা যাচ্ছে আগামী বছরের জুন মাসের আগে মাঠে ফিরবেন মহম্মদ শামি’ও। ঘাতক হয়ে উঠতে পারে ভারতের পেস ত্রয়ী। সাথে স্পিন বিভাগে অশ্বিন-জাদেজার উপস্থিতিও ভরসা দিচ্ছে দলকে।