৩ কারণ কেন গৌতম গম্ভরকে হেড কোচ করলে লক্ষীলাভ হবে টিম ইন্ডিয়ার !! 1

আইপিএল শেষ হতেই শুরু হয়ে যাবে T20 ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সময়কালের অবসান ঘটছে। বিশ্বকাপ শেষ হলেই নিয়োগ করা হবে ভারতীয় দলের নতুন কোচ। সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআই গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দেখতে চাইছেন। গম্ভীর দায়িত্ব পেলে লক্ষীলাভ হবে টিম ইন্ডিয়ার, এই ৩টি কারণ দিচ্ছে তার প্রমান।

১. ট্রফি জয়ের মানসিকতা

Gautam gambhir
Gautam Gambhir | Image: Getty Images

গৌতম গম্ভীর (Gautam Gambhir) হলেন এমন এক ধরণের প্লেয়ার যিনি সর্বদাই ম্যাচ জেতার মানসিকতা নিয়েই ময়দানে নেমেছেন। ভারতীয় দলের হয়ে ২০০৭ বিশ্বকাপে তার দুর্দান্ত ৭৫’রানের ইনিংস ও ২০১১ বিশ্বকাপে তার ৯৭ রানের ইনিংস এখনও হৃদয়ে গেঁথে আছে ভারতীয় দলের ক্রিকেট প্রেমীদের। কঠিন পরিস্থিতিতে যেভাবে তিনি ব্যাটিং করেছিলেন তা প্রমাণ দেয় তার মানসিকতার। গম্ভীর শুধু প্লেয়ার হিসাবে নয়, কোচ হিসাবেও জেতার মানসিকতা নিয়েই থাকেন। ২০২২ সাল থেকে মেন্টরের ভূমিকা পালন করেছেন গম্ভীর। তিনি দলের খুঁটিনাটি বিষয়ে নজর রাখেন এবং কিভাবে কঠিন পরিস্থিতি থেকে দলকে জেতাতে জয় তা তিনি ভালো ভাবেই জানেন।

তার মেন্টরশিপে লখনৌ দল প্রথম দুই সিজিনেই প্লে-অফে পৌঁছে যায় এমনকি ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স দলকে যেভাবে তিনি পরিচালনা করছেন, তার একটার পর একটা নেওয়া সিদ্ধান্ত যা দলের পক্ষেই গিয়েছে। ভারতীয় দল আইসিসি ইভেন্টে ভালো পারফরমেন্স করলেও নকআউটে ভারতীয় দলের পারফরমেন্স বিগড়ে যায়, গম্ভীরের মতাদর্শে টিম ইন্ডিয়া সহজেই ট্রফির মুখ দেখতে পারে। আইপিএলে গম্ভীর ক্যাপ্টেন হিসাবে ৮ সিজিনে নেতৃত্ব দিয়েছেন এবং ৫ সিজিনে প্লে-অফের জন্য কোয়ালিফাই করেছে তার দল। এমনকি ২ বার আইপিএল শিরোপা জিততেও সক্ষম হয়েছিলেন তিনি। ২০১২ সালে প্রথম আইপিএল শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স এবং মেগা ফাইনালে গম্ভীর নিয়েছিলেন বড় সিদ্ধান্ত, দলের ভারসাম্য বজায় রাখতে গম্ভীর ফাইনাল ম্যাচে ব্রেন্ডন ম্যাককুলামের মতন প্লেয়ারকে বসিয়ে দিয়েছিলেন এবং ফলস্বরূপ তার অধিনায়কত্বে ট্রফি জেতে KKR।

Read More: “গোপনীয়তার কোনো দাম নেই…” রোহিত শর্মার নিশানায় স্টার স্পোর্টস, ক্ষোভে ফেটে পড়লেন ভারত অধিনায়ক !!

২. সেরাদের নির্বাচন

Ga
Gautam Gambhir | Image: Getty Images

গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্লেয়ার চিনতে ভুল করেননা, আইপিএলে কলকাতা দলের পারফরমেন্স দেখলেই তার প্রমান পাওয়া যায়। ম্যাচ বা সিরিজ জিততে গৌতম গম্ভীর সর্বদা সেরাদের বাছাই করেন, গম্ভীরকে নিয়ে প্রাক্তন ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র শাহবাগ (Virender Sehwag) একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন গম্ভীর যে প্লেয়ারকে পছন্দ করেন সেই প্লেয়ারকে দলে টেনে নেন। বিরু বলেছিলেন, “গৌতম গম্ভীরের সবথেকে বড় গুন হলো, তিনি যাকে পছন্দ করেন তাকেই তিনি দলে পেতে চাইতেন। একসময় ধোনির অবর্তমানে তিনি ভারতীয় দলের ক্যাপ্টেন হয়েছিলেন আমি তখন ছিলাম দলের ভাইস ক্যাপ্টেন। তিনি আমাকে একটা প্লেয়ারের কথা বলেন যিনি ধোনির জায়গাটা নিতে পারেন কারণ ওই সিরিজে ধোনি অনুপস্থিত ছিলেন। তিনি আমাকে বারবার বলছিলেন যদি ইউসুফ পাঠানকে পাওয়া যায় তাহলে তিনি ধোনির মতন লম্বা লম্বা ছক্কা হাঁকানোর সাথে ম্যাচ ফিনিশও করতে পারবেন। আমি তখন বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক শ্রীকান্তের সাথে আলোচনা করি আর টিম নির্বাচনের মিটিংয়েও তিনি ইউসুফের কথা তোলেন এবং ইউসুফ দলে সুযোগ পান। ওই সিরিজে বেশ ভালো খেলেন তিনি এবং পরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শতরানও হাকিয়েছিলেন। পরে ইউসুফ ২০১১ বিশ্বকাপ দলের হয়েও খেলার সুযোগ পেয়েছিলেন।

২০২৪ সালের T20 বিশ্বকাপের পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে, ২০২৬ সালে রয়েছে T20 বিশ্বকাপ এবং ২০২৭ সালে অনুষ্ঠিত হবে ওডিআই ওয়ালর্ড কাপ। ICC’র এই তিন ইভেন্টে সেরা দল নির্বাচন করে দলকে কাপ এনে দিতে পারেন।

৩. প্লেয়ারদের থেকে সেরাটা বার করা

Gautam Gambhir and Sunil Narine , ipl 2024
Gautam Gambhir and Sunil Narine | Image: Getty Images

গৌতম গম্ভীর মেন্টর হিসাবে প্লেয়ারদের থেকে বারবার সেরাটা বার করে এনেছেন। আইপিএলের কথা বলতে গেলে, যেভাবে তিনি সুনীল নারায়ণের (Sunil Narine) সৎবাবহার করেন তাকে ওপেনার হিসাবে সুযোগ দিয়ে। পাশাপাশি, চলতি মরশুমে প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যার্থ হয়েছিলেন নারায়ণ ঠিক তখন সবাই গম্ভীরের সিদ্ধান্তর মজা উড়িয়েছিলেন। তবে পরবর্তী ম্যাচ থেকে নারায়ণ পারফরমেন্স করতে শুরু করেন দেন এবং চলতি মরশুমে ৩টি অর্ধ-শতরান সহ একটি শতরান হাঁকিয়েও গম্ভীরের নেওয়া সিদ্ধান্তকে সঠিক প্রমান করেন।

পাশাপাশি এবছর কলকাতা দলের সহ অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana) চোট পেয়ে বেশ কয়েকটি ম্যাচের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন, তবে পিছুপা হননি গৌতম, অঙ্গকৃষ রঘুবংশীকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করেন এবং তাকে টপ অর্ডারে ব্যাটিং করিয়ে তার থেকে অভিষেক ব্যাটিং ইনিংসেই অর্ধ-শতরানের ইনিংস দেখা গিয়েছিল। এমন ভাবেই লখনৌ দলের সঙ্গে কাজ করার সময় আয়ুশ বদনীকেও (Ayush Badani) সঠিক ভাবে ব্যাবহার করে তাকে দলের ফিনিশার বানিয়ে তোলেন। বর্তমানে তিনি লখনৌ’দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলতেও দেখা যাচ্ছে। ভারতীয় দলের দায়িত্ব পেলে গম্ভীর এমন ধরনের কিছু সিদ্ধান্ত নেবেন যা টিম ইন্ডিয়াকে সেরার সেরা বানিয়ে তুলবে।

Read Also: Gautam Gambhir: জল্পনার ঘটলো অবসান, ভারতীয় দলের হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *