বোলিং দক্ষতা-

বোলিং-এ বিশেষ সাবলীল নন শুভমান গিল (Shubman Gill)। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সাকুল্যে মাত্র ২৫টি ডেলিভারি করেছেন তিনি। উইকেটের ঝুলি শূন্য। অভিষেক কিন্তু বোলারের ভূমিকায় অনেক সপ্রতিভ। ২১ টি-২০ ম্যাচে ইতিমধ্যে ২১ ওভার বোলিং করে ফেলেছেন তিনি। নিয়েছেন ৬টি উইকেটও। পার্ট টাইমার হিসেবে তাঁর অন্যান্য বোলিং পরিসংখ্যানও বেশ ভালোই। ২৮.৩৩ গড় ও ৮.০৯ ইকোনমি রেটে হাত ঘুরিয়েছেন তিনি। মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের মত প্রথমসারির বোলারদের থেকেও ইকোনমি বা গড়ের হিসেবে এগিয়েই থাকবেন অভিষেক (Abhishek Sharma)। তাঁর স্লো লেফট আর্ম অর্থ্রোডক্স বোলিং-কে ‘ব্রেক-থ্রু’ আদায় করে নেওয়ার কাজে ব্যবহার করে সাফল্য পেয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে দলের ‘ইউটিলিটি ক্রিকেটার’ হয়ে উঠতে পারেন তিনি।