ধারাবাহিকতা-

অভিষেকের (Abhishek Sharma) অন্যতম ‘প্লাস পয়েন্ট’ তাঁর ধারাবাহিকতা। পাওয়ার-প্লে’র সদ্ব্যবহারের ক্ষেত্রে জুড়ি মেলা ভার তাঁর। পিচ যেমনই হোক, প্রতিপক্ষ বোলারের নাম যাই হোক না কেন-আক্রমণের পথ থেকে সরেন না তিনি। দলকে কার্যত প্রতিদিনই দুরন্ত এক ভিতের উপর দাঁড় করিয়ে যান পাঞ্জাবের বাম হাতি তরুণ। গত বছরের জুলাইতে টি-২০ অভিষেক হয়েছিলো তাঁর। এখনও অবধি খেলেছেন ২১টি ম্যাচ। কিন্তু এর মধ্যেই ২টি শতরান ও ৩টি অর্ধশতক করে ফেলেছেন তিনি। তাঁর গড়’ও প্রায় ৩৬। ওয়ান ডে ক্রিকেটে ধারাবাহিকতা দেখালেও টি-২০তে শুভমান (Shubman Gill) কিন্তু এখনও দলের ভরসার জায়গা হয়ে উঠতে পারেন নি। কিছু ভালো ইনিংস খেলেছেন ঠিকই, তবে উইকেট ছুঁড়ে আসার অভ্যেস যায় নি তাঁর। বিশেষ করে ইনস্যুইং-এর বিরুদ্ধে তাঁর দুর্বলতা চোখে পড়েছে বারবার। যা সমস্যায় ফেলতে পারে তাঁকে।