3-reason-why-abhishek-can-oust-shubman

TOP 3: ১৩ মাস পর ভারতীয় টি-২০ দলে ফেরানো হয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। এশিয়া কাপে অধিনায়ক সূর্যের ডেপুটি হিসেবে রয়েছেন তিনিই। আগামীতে তাঁকে কেন্দ্র করেই যে দল সাজাতে চাইছে বিসিসিআই, তা স্পষ্ট নির্বাচকদের এই পদক্ষেপেই। টেস্ট ও ওয়ান ডে’তে তাঁর জায়গা পাওয়া নিয়ে এই মুহূর্তে কারও মনে কোনো দ্বিধা নেই। কিন্তু সহ-অধিনায়ক না হলে কুড়ি-বিশের ফর্ম্যাতে কি অটোমেটিক চয়েজ হতে পারতেন বছর ২৫-এর তরুণ? প্রশ্ন তুলছেন অনেকেই। যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনদের মত অনেকের নাম ভাসছে বিকল্প ওপেনার হিসেবে। চলতি এশিয়া কাপে অভিষেক শর্মা’র (Abhishek Sharma) সাথে ওপেন করছেন শুভমান। ছেলেবেলার বন্ধু তাঁরা। সুহৃদের উত্থানও টি-২০তে অন্ধকারে পাঠাতে পারে শুভমানকে, আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Read More: অবসর ছাড়া গতি নেই করুণ নায়ারের, আবারও বন্ধ হচ্ছে ভারতীয় দলের দরজা !!

কেন শুভমানের চেয়ে এগিয়ে অভিষেক? রইলো ৩ কারণ-

স্ট্রাইক রেট-

Abhishek Sharma and Shubman Gill | Image: Getty Images
Abhishek Sharma and Shubman Gill | Image: Getty Images

যত দ্রুত রান তোলা যাবে, ততই বাড়বে সাফল্যের সম্ভাবনা- আধুনিক টি-২০’র এহেন সংজ্ঞাকেই কার্যত বেদবাক্য মেনে মাঠে নামেন অভিষেক শর্মা (Abhishek Sharma) । যতক্ষণ ক্রিজে থাকেন, ততক্ষণ তাঁর ব্যাটে দেখা যায় সাইক্লোন। ইনিংসের প্রথম বলেও ছক্কা হাঁকাতে দ্বিধা করেন না তিনি। পেসার হোক বা স্পিনার-রেডারে বল পেলে বাউন্ডারি লাইনে ফিল্ডার রয়েছে না নেই সেসবের তোয়াক্কা না করেই ব্যাট চালান পাঞ্জাবের তরুণ তুর্কি। তাঁর ভয়ডরহীন ক্রিকেটের সাক্ষ্য বহন করছে অভিষেকের পরিসংখ্যানই। আন্তর্জাতিক টি-২০তে তাঁর স্ট্রাইক রেট ১৯৭.২১। আইসিসি’র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে তাঁর চেয়ে দ্রুত রান সম্ভবত তোলেন না কেউই। ৩৩১ বল খেলে ৫০ ছক্কা হাঁকিয়ে নয়া রেকর্ডও সম্প্রতি গড়েছেন তিনি। স্ট্রাইক রেটে সতীর্থের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয় শুভমানের  (Shubman Gill)পক্ষে। ফলে পিছিয়ে পড়তে পারেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *