স্পিন কম্বিনেশন গড়ে ওঠেনি
এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে নামার আগে এখনও স্পিন কম্বিনেশন গড়ে ওঠেনি। কোন কোন স্পিনার ভারতের হয়ে মাঠে নামবেন সেটাই ঠিক হয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজ, আয়ারল্যান্ড সফর, ইংল্যান্ড সফর কিংবা হালের ওয়েস্ট ইন্ডিজ সফরে একের পর এক স্পিনার দলে জায়গা করে নিচ্ছেন। তবে শেষ পর্যন্ত কারা সুযোগ পাবেন এশিয়া কাপের দলে সেটা ঠিক হয়নি। তালিকায় রয়েছে কুলদীলপ, অশ্বিন, বিষ্ণোই’রা থাকলেও, দলের স্পিন কম্বিনেশন এখনও গড়ে ওঠেনি। আমিরশাহীর পিচে স্পিনাররা বড় ভূমিকা পালন করতে চলেছেন। এমন অবস্থায় ভারতকে এই স্পিন বিভাগ সমস্যায় ফেললে অবাক হওয়ার কিছুই থাকবে না।