Asia Cup 2022: ফেভারিটের তকমা পেলেও এই তিন বড় কারণের জন্য এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরবে ভারত !! 1

এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) ২৭শে আগস্ট থেকে শুরু হতে চলেছে। এবারের এশিয়া কাপ প্রথমে শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে দেওয়া হয়। লঙ্কায় অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে সেই দেশ থেকে সরে যায় এশিয়া কাপ। শেষবার এশিয়া কাপ ২০১৮ সালে খেলা হয়েছিল। সেবার ভারতৌয় দল জিতেছিল। ভারত কি এবারও কাপ জিততে পারবে? বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে। এবার এশিয়া কাপের পথটা এতটা সহজ মনে হচ্ছে না টিম ইন্ডিয়ার জন্য। এবার তাই এমন তিনটি কারণ আলোচনা করা যেতে পারে যার কারণে ভারত এবারের এশিয়া কাপ হারতে পারে।

বারবার পরিবর্তন হচ্ছে ব্যাটসম্যান ও লাইনআপ

Asia Cup 2022: ফেভারিটের তকমা পেলেও এই তিন বড় কারণের জন্য এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরবে ভারত !! 2

গত এক বছর ধরে ব্যাপকভাবে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল। কখনও ব্যাটসম্যানদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কখনও বা দলের ব্যাটিং লাইনআপ নিয়ে। কোন ব্যাটসম্যান নিজের জায়গা নিয়ে নিশ্চিত নন। কখনও মিডল অর্ডার ব্যাটসম্যানকে দিয়ে ওপেন করানো হচ্ছে। কখনও দলের ওপেনারকে নামানো হচ্ছে তলার দিকে। এর মধ্যে দলের সিনিয়াররা বেশিরভাগ সময়ই বিশ্রামে থাকছেন। সব মিলিয়ে এশিয়া কাপ দোরগোড়ায় চলে এলেও, টিম কম্বিনেশন এখনও গড়ে ওঠেনি। তাই এশিয়া কাপে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *