মিসবা উল হক
প্রাক্তন পাকিস্তানী মিডিয়াম পেস বোলার তথা নির্ভরযোগ্য মিডল অর্ডার হিসাবে বিশ্ব ক্রিকেটে প্রসিধ্য হলেন মিসবা উল হক। ডানহাতি এই অলরাউন্ডার টানা ৭বছর ধরে পাকিস্তান দলের অধিনায়কত্বের দায় ভার সামলেছিলেন। বেশ কিছু ম্যাচে বিধংসী ব্যাটিং করে পাকিস্তান দলকে জয় এনে দিয়েছিলেন। মিসবা উল হক তার টেস্ট কেরিয়ারে ১০টি শতরান করা সত্ত্বেও একদিবসীয় ক্রিকেট কেরিয়ারে একটিও শতরান তিনি করতে পারেননি। ডানহাতি এই অলরাউন্ডার তার একদিবসীয় ক্রিকেট কেরিয়ারে মোট ১৬২টি ম্যাচ খেলেছিলেন এবং ৪২টি অর্ধ শতরান করেছিলেন। তার একদিবসীয় ক্রিকেট কেরিয়ারে সর্বোচ্চ্য রান সংখ্যা হলো ৯৬ নট আউট।