তিনটি ম্যাচের দীর্ঘ প্রতীক্ষার পর জয়ের মুখ দেখেছে আরসিবি। রাজকোটে গুজরাটের ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাট লায়ন্সকে হারিয়ে আরসিবির আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আর তাই স্বাভাবিকভাবেই এই জয়ের দুই নায়ক ক্রিস গেইল ও যুজবেন্দ্র চাহলের প্রশংসায় পঞ্চমুখ কোচ ডানিয়েল ভেত্তোরি। আইপিএল ২০১৭ঃ ভিডিও – দেখে নিন অভিনব উপায়ে গেইলের আনন্দ উৎযাপন দশম আইপিএলের প্রথম ম্যাচ থেকেই […]