TOP 3: নিলামের মঞ্চে কিস্তিমাত করতে প্রস্তুত KKR, এই ৩ খেলোয়াড়কে কিনতে মোরিয়া ফ্রাঞ্চাইজি !! 1
KKR | Image: Getty Images

ক্যামেরন গ্রিন

Cameron Green, ipl 2024
Cameron Green | Image: Getty Images

এবারের আইপিএলের মঞ্চে সবথেকে চর্চিত খেলোয়াড় হলেন ক্যামেরন গ্রীন (Cameron Green)। তারকা এই খেলোয়াড় গতবারের আইপিএলের অংশ হতে পারেননি, চোটের কারণে পুরো মৌসুমের বাইরে ছিলেন তিনি। গত বারের মেগা নিলামে তিনি অংশ নিলেও তাকে কিনতে কোনো দল আগ্রহ প্রকাশ করেনি। তবে আইপিএল ২০২৬-এ (IPL 2026) তাঁর প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত। ব্যাট হাতে যে কোনও পজিশনে খেলার ক্ষমতা এবং মাঝের ওভারে কার্যকর পেস বোলিং – এই দুইয়ের সমন্বয় তাঁকে করে তোলে অত্যন্ত মূল্যবান। অন্দ্রে রাসেলের (Andre Russell) অনুপস্থিতে ক্যামেরন গ্রীন একজন যোগ্য পরিবর্তন হতে পারেন। বিশেষ করে ইডেনের উইকেটে তাঁর ব্যাটিং ও বল হাতে অতিরিক্ত বাউন্স করার ক্ষমতা তাঁর প্রাইজ ট্যাগ অনেকাংশে বাড়িয়ে দেয়।

Read Also: আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল, নতুন ভূমিকায় KKR’এ নিলেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *