TOP 3: নিলামের মঞ্চে কিস্তিমাত করতে প্রস্তুত KKR, এই ৩ খেলোয়াড়কে কিনতে মোরিয়া ফ্রাঞ্চাইজি !! 1
KKR | Image: Getty Images

মাথিশা পাথিরানা

Matheesha Pathirana | IPL | Image: Getty Images
Matheesha Pathirana | IPL | Image: Getty Images

কেকেআরের নজরে রয়েছেন শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানা। বিশেষ করে ডেথ ওভারের বোলিংয়ের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই তরুণ তারকা। গত মরশুমে কেকেআরের অন্যতম বড় দুর্বলতা ছিল ডেথ বোলিং। সেই সমস্যার নিখুঁত সমাধান হতে পারেন বেবি মালিঙ্গা নামে পরিচিত শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। গত মৌসুমে সেভাবে চেন্নাই সুপার কিংসের হয়ে পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা। এবার, তাঁকে ছেড়ে দেওয়ার পর থেকেই তিনি নিলামের অন্যতম হট টপিক। স্লিঙ্গি অ্যাকশনে ইয়র্কার এবং স্লোয়ারের মিশ্রনে ব্যাটসম্যানকে নিমেষে চাপে ফেলতে পারেন। এবারের আইপিএলে তিনি বেশ মোটা টাকায় বিক্রি হবে বলে ধারণা। তাছাড়া, কেকেআরের মেন্টর ডুয়েন ব্রাভোর সঙ্গে আগে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তাই দুজনের যুগলবন্দী দলকে বেশ সাফল্য এনে দিতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *