IND vs ENG

BCCI: বেশ জমে উঠেছে ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে ২৮ রানে পরাজিত হয়েছে। ভারতীয় দলের ব্যাটসম্যানরা সামান্য ২৩১ রানের লক্ষমাত্রা ভেদ করতে ব্যর্থ হয়েছিল এমনকি ভারতীয় দলের স্পিন বোলারদের খুব সহজেই সামলাচ্ছিলেন বিদেশি ব্যাটসম্যান রা। প্রথম ইনিংসে ১৯০ রানের লিড থাকা সত্ত্বেও ভারতীয় দলকে পরাজয়ের মুখে পড়তে হলো।এমনকি টিম ইন্ডিয়া ঘরের মাটিতে শেষ তিন ম্যাচে এখনও পর্যন্ত ভারতের জয় মেলেনি। তবুও ভারতীয় দলে যারা ফ্লপ প্রদর্শন দেখিয়েছেন তাদের এখনও পর্যন্ত দলে সুযোগ দিয়ে যাচ্ছে। এমন তিন প্লেয়ারকে সুযোগ দিয়েছেন যারা দলের ঘর জামাইয়ের মতন রয়েছেন।

আরও পড়ুন | IND vs ENG: “ও ছাড়া গোটা দলটাই তো…”, যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া টিম ইন্ডিয়া করলো ব্যাপক ট্রোল !!

শুভমান গিল

Shubman Gill, ind vs eng,bcci
Shubman Gill | Image: Getty Images

বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান লাল বলের ফরম্যাটে তার ক্ষমতা হারিয়েছেন। চলতি টেস্ট সিরিজে তার ব্যাট শান্ত, প্রথম ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২৩ রান বানাতে সক্ষম হয় টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যান এবং দ্বিতীয় ইনিংসে খাতা খুলতেই ব্যার্থ হয়েছিলেন তিনি। পাশপাশি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভালো সূচনা দিয়েও ৩৪ রান বানাতেই সক্ষম হয়েছিলেন তিনি। ব্যাটিং সহায়ক উইকেট না হলেই শুভমানের ব্যাট থাকে একেবারে শান্ত। তার শেষ ১০ টেস্ট ইনিংসের কথা বলতে গেলে, তিনি এখনও পর্যন্ত ৪০’এর গন্ডি টপকাতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ সালের মার্চে টেস্ট ক্রিকেটে শেষ শতরান করেন। এমন বাজে পারফরমেন্সের পরেও গিলকে দলে টিকিয়ে রাখা হয়েছে।

শ্রেয়স আইয়ার

Shreyas Iyer, world cup 2024, ind vs eng
Shreyas Iyer | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বর্তমানে তিনিও ফর্মের সঙ্গে লড়াই করছেন। চলতি সিরিজে প্রথম ম্যাচে ৩৫ রান ও ১৩ রান বানান আইয়ার। দ্বিতীয় ম্যাচেও ভালো সূচনা দিয়ে ২৭ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় আইয়ারকে। তিনিও শুভমানের মতন ফর্মের সমস্যায় ভুগছেন। তিনি শেষ অর্ধশতরান হাঁকিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে গত ডিসেম্বরে। যদিও চোটের কারণে লম্বা সময়ের জন্য টেস্ট ক্রিকেট থেকে বাইরেই ছিলেন তিনি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনরায় টেস্ট দলে কামব্যাক করলেও সেই অর্থে পারফরমেন্স দেখাতে ব্যার্থ হয়েছেন আইয়ার।

মোহাম্মদ সিরাজ

Mohammed Siraj, ind vs eng
Mohammed Siraj | Image: Twitter

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। ভারতীয় দলের এই পেসার দলের হয়ে লম্বা সময় ধরে খেলে আসছেন। কিন্তু পিচ একটু ব্যাটিং সহায়ক হলেই তার উইকেট নেওয়ার ক্ষমতা অনেকটাই কমে যায়। প্রথম টেস্টে ক্যাপ্টেন রোহিত তার দ্বারা প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ ওভার বোলিং করিয়েছিলেন। ভারতের মাটিতে টেস্ট সিরিজে তার পারফরমেন্স খুবই নিম্নমানের থাকে। ঘরের মাঠে ৬ ম্যাচে পেয়েছেন মাত্র ৭ উইকেট। দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে তবে তৃতীয় টেস্ট থেকে আবার তাকে দেখা যাবে।

আরও পড়ুন | IND vs ENG: ৩৯৬ রানেই মুড়িয়ে গেল ভারতীয় ইনিংস, লাঞ্চের আগে ছয় ওভারে ৩২ রান করলো ইংরেজরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *