team india

দীপক হুডা

কিউয়িদের বিরুদ্ধে চূড়ান্ত ফ্লপ Team India-র এই তিন ক্রিকেটার, ফের দলে সুযোগ পাওয়া হবে অসম্ভব !! 1

এই তালিকায় আরও একটি নাম দীপক হুডা। দেশের মাটিতে তিনি যা পারফরমেন্স করেছেন তাতে হয়তো তাকে আর কখনই দেশের জার্সি গায়ে দেখা নাও যেতে পারে। ব্যাটিং পিচে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হন তিনি। সেই সঙ্গে বল হাতেও আহামরি কিছু করে দেখাতে পারেননি তিনি। ধরে নিতেই হবে তিনি দলের একটা অলরাউন্ডার জায়গা নষ্ট করছেন। এই সিরিজে ব্যক্তিগত কারণে খেলেননি দলের আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তবে অক্ষর যে কাজটা করেন, সেটা করতে ব্যর্ত হন দীপক। ফলস্বরূপ তাকে এবার থেকে তাকে দলের বাইরেই থাকতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *