সদ্য শেষ হল ভারত (Team India) বনাম নিউজিল্যান্ড সিরিজ। প্রথমে ওয়ানডে ও তারপর টি-২০ সিরিজে মুখোমুখি হয় এই দুই দল। একদিনের সিরিজে কিউয়িদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারতীয় ক্রিকেট দল। গোটা সিরিজ জুড়েই দুর্দান্ত ক্রিকেট উপহার দেয় টিম ইন্ডিয়া। ব্যাটিং কিংবা বোলিং, দুই বিভাগেই বিপক্ষ শিবিরকে নাস্তানাবুদ করে দিয়েছে ‘মেন এই ব্লু’ শিবির। ওয়ানডে সিরিজে তো রোহিত-বিরাটদের সামনে তো দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড দল। পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিপক্ষ দলের ওপর ছড়ি ঘোরায় তারা। টি-২০ সিরিজে অবশ্য লড়াই করে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই হার্দিক পান্ডিয়ার দলকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। তবে শেষ দুই ম্যাচে মারকাটারি পারফরমেন্স করে জয় তুলে নেয় ভারত। ফলে শেষ পর্যন্ত সিরিজটাই জিতে নেয় তারা। তবে এত ভালোর মধ্যেও খারাপের মুখোমুখিও হয় টিম ইন্ডিয়া। এই ভালো ভালো পারফরমেন্সের মধ্যেও এমন তিনজন ক্রিকেটার আছেন যারা একদমই ভালো কিছু করে দেখাতে পারেননি। ফলস্বরূপ তারা আর কখনই টিম ইন্ডিয়ায় সুযোগ পাবেন না।
ইশান কিষাণ
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ডাবল সেঞ্চুরি করে হইচই ফেলে দেন ইশান কিষান। সেটার ওপর ভরত করেই নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা করে নেন তিনি। তবে কিউয়িদের বিরুদ্ধে তার ব্যাট থেকে বড় রান আসেনি। প্রতিটা ম্যাচেই ফ্লপ হন তিনি। আসলে কেএল রাহুল না থাকার কারণে টি-২০ সিরিজে ওপেন করতে পাঠানো হয় তাকে। সেই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারেননি তিনি। সেই সঙ্গে ঋষভ পন্থের অনুপস্থিতির সুযোগটাও নিতে পারেননি তিনি। তাই আগামীদিনে তিনি যদি আর ভারতীয় দলে সুযোগ না পান তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনিতেই টিম ইন্ডিয়ায় জায়গা করে নেওয়ার জন্য ক্রিকেটারদের মধ্যে জোর লড়াই। তাই এরপর ইশান কিষাণের জন্য দলে জায়গা করে নেওয়ার জন্য কঠিন কাজ।