সমাপ্ত হয়েছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের (T20 World Cup 2024) মঞ্চে গ্রুপ যাত্রার ম্যাচ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে পরাস্ত করে টিম ইন্ডিয়া তাদের বিশ্বকাপের অভিযান শুরু করে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় সুনিশ্চিত করে টিম ইন্ডিয়া এবং আমেরিকার বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে ভারতীয় দল গেল সুপার এইটের মঞ্চে পৌঁছে গিয়েছে।
আগামী ২০ তারিখ থেকে ভারতীয় দল তাদের সুপার এইটের ম্যাচ খেলতে চলেছে আফগানদের বিরুদ্ধে। তবে চলতি বিশ্বকাপে ভারতীয় দলে যে ১৫ জন প্লেয়ার সুযোগ পেয়েছেন তাদর মধ্যে ১১ জনকেই আপাতত প্রথম কয়েকটি ম্যাচ খেলতে দেখা গিয়েছে। তবে আসন্ন ম্যাচগুলোতেও সুযোগ পাবেন না ৩ প্লেয়ার।
জুজুভেন্দ্র চাহাল
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি জুজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। মনে করা হচ্ছে চলতি বিশ্বকাপে বেঞ্চে বসেই কাটবে চাহালের সময়। ঠিক একইভাবে কেটেছিল তার ২০২২ সালের বিশ্বকাপও। ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সবথেকে বেশি উইকেট নিয়েছেন চাহাল তবে বিগত কয়েক সময় ধরে তার প্রদর্শনের উপর যথেষ্ট প্রশ্ন উঠেছিল।
এমনকি ভারতীয় দল থেকেও বাদ পড়তে হয় তাকে, শুধু দল থেকেই নয় গত মার্চ মাসে প্রকাশিত হওয়া বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও বাদ দেওয়া হয় চাহালকে। সদ্য সমাপ্ত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪’এ ফর্মে ফিরেছিলেন জুজুভেন্দ্র চাহাল। ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের আসর বসতেই আবার তাকে জাতীয় দলে এন্ট্রি দিয়েছিলেন কর্মকর্তারা। তবুও ভক্তরা এটাই বিশ্বাস করছে যে চলতি বিশ্বকাপ মৌসুমে বেঞ্চে বসেই কাটবে তাহলে সময়।
Read More: “আমার মনে হয় না…” গম্ভীরের কোচের পদে বসা নিয়ে বিস্ফোরক অনিল কুম্বলে !!
চারটি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে তবুও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আসেনি তার। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং অক্ষর প্যাটেলের (Axar Patel) স্পিন জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর প্রথম ৩ ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল। ভারতীয় দলের জার্সিতে চাহাল ৮০ ম্যাচে ৯৬ উইকেট নিয়েছেন এবং ওভার পিছু ৮.১৯ রান দিয়েছেন। ভারতীয় দলের হয়ে T20 ফরম্যাটে সর্বাধিক উইকেট প্রাপককারী সুযোগ দেবেন না রোহিত শর্মা (Rohit Sharma)।
যশস্বী জয়সওয়াল
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দলের তরুণ ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ভারতীয় দলের এই তরুণ ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে গত এক বছর ধরে ওপেনিং এর দায়িত্ব পালন করে আসছেন। তবে বিশ্বকাপের মতন মঞ্চে জাতীয় দলে সুযোগ পেলেন না জয়সওয়াল। প্রথম ৬ ওভারের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন জয়সওয়াল
যদিও চলতি T20 বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মা এখনও তাকে এক ম্যাচেও সুযোগ দেননি। অন্যদিকে ২০২৪ সালের T20 বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের হয়ে ওপেনিং করছেন বিরাট কোহলি (Virat Kohli)। অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেন করতে কোহলি এখনও পর্যন্ত চূড়ান্তভাবে ফ্লপ হয়েছেন। ওপেনিংয় ব্যাটিং করতে এসে এখন পর্যন্ত ১, ৪ এবং ০ রান বানাতে সক্ষম হয়েছেন তিনি। একই সঙ্গে বেঞ্চ গরম করছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ।
সঞ্জু স্যামসন
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। এখনো পর্যন্ত জাতীয় দলের ১০ বছর খেলার পরেও উপযুক্ত সুযোগ পাননি তিনি। এমনকি, আইসিসি ইভেন্টের বিশ্বকাপের মঞ্চে এটিই তার প্রথম কোনো টুর্নামেন্ট। প্রস্তুতি ম্যাচে ওপেনিং ব্যাতিত এবারের বিশ্বকাপে একটি ম্যাচেও দেখা যায়নি তাকে। উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পাকা করে ফেলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম তিন ম্যাচেই ব্যাট হাতে কামাল করেছেন পন্থ, আপাতত ব্যাট হাতে তিনিই এই বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক রান তিনিই বানিয়েছেন। এই পরিস্থিতিতে সঞ্জুকে বাইরেই বসতে হবে, ভারতীয় দলের জার্সিতে ২২ ইনিংসে ১৮.৭ গড়ে ও ১৩৩.১ স্ট্রাইক রেটে ৩৭৪ রান বানিয়েছেন।