ম্যানচেস্টারে কামব্যাক করলেও ক্ষোভ কাটেনি গম্ভীরের, ওভাল টেস্ট থেকে এই ৩ খেলোয়াড়কে দেবেন বাদ !! 1
Team India | Image: Getty Images

IND vs ENG: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির চতুর্থ ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে ভারতীয় দল ম্যানচেস্টারে অনুষ্ঠিত হওয়া চতুর্থ টেস্টে ভারতীয় দল দুর্দান্ত ফাইট ব্যাক দেখিয়ে ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছে। প্রথমে ব্যাটিং করতে এসে ভারত ৩৫৮ রান বানিয়েছিল। যার জবাবে ইংল্যান্ড ৬৬৯ রান বানাতে সক্ষম হয়েছিল। ইংল্যান্ড ভারতের সামনে বড় স্কোর খাড়া করলেও ভারতীয় দল শেষ ৫ সেশনে ব্যাটিং চালিয়ে গিয়েছে। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতীয় দলের এই দুর্দান্ত প্রত্যাবর্তনের পরে ভারতেও কাছে সুযোগ রয়েছে এই সিরিজটি ড্র রুপে পরিসমাপ্তি করার। ম্যানচেস্টার টেস্টে ভারত দুর্দান্ত প্রত্যাবর্তন দেখানোর পর এই সিরিজের শেষ টেস্টে পরিবর্তন আবশ্যক। কোচ গৌতম গম্ভীর ৩জন খেলোয়াড়কে পরিবর্তন করযে চাইবেন।

জসপ্রীত বুমরাহ

Ind vs eng,virat kohli,irfan pathan,team india
Jasprit Bumrah | Image: Twitter

প্রথমেই উঠে আসে ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বলা যেতে পারে, ভারতীয় দলের সবথেকে অভিজ্ঞ পেশার এই মুহূর্তে তিনিই। চলতি সিরিজে (IND vs ENG) ভারতের সফল বোলার হলেন তিনিই। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু হওয়ার আগেই টিম ম্যানেজমেন্টকে বুমরাহ জানিয়ে দিয়েছিলেন এই সিরিজের কেবলমাত্র তিনটি ম্যাচে উপলব্ধ থাকতে পারবেন তিনি। সেই অর্থে বুমরাহ তিনটি টেস্ট খেলে ফেলেছেন। লিডস, লর্ডস এবং ম্যানচেস্টারে মিলে মোট তিনটি ম্যাচ খেলেছেন বুমরাহ। এই পরিস্থিতিতে ওভালে অনুষ্ঠিত হতে চলা পঞ্চম টেস্ট ম্যাচে আর জায়গা পাবেন না বুমরাহ। কাজের চাপ নিয়ন্ত্রনের জন্য দল থেকে বাদ পড়বেন জসপ্রীত। এই টেস্টে বল হাতে বুমরাহ ৫ ইনিংসে ২৬ গড়ে ১৪ উইকেট নিয়েছেন। শেষ টেস্টে বুমরাহকে না পাওয়াটা ভারতীয় দলের কাছে সবথেকে চিন্তার বিষয়।

Read More: IND vs ENG 4th Test: তিন শতরানে মানরক্ষা, ম্যাঞ্চেস্টারে অমীমাংসিত ভারত-ইংল্যান্ড টেস্ট !!

মহম্মদ সিরাজ

Ind vs eng
Mohammed Siraj | Image: Getty Images

তালিকার দ্বিতীয় নাম্বারে রয়েছেন তারকা পেসার মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে দলের পেস বোলিংয়ের দায়িত্ব সামলান সিরাজ। চলতি সিরিজে তিনি ভারতের দ্বিতীয় সেরা বোলার। ভারতীয় দল এই সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ এজবাস্টনে একটি মাত্র জয় ছিনিয়ে নিয়েছিল। সেই টেস্টে রুদ্ধশ্বাস বোলিং করেছিলেন সিরাজ। তবে বাঁকি ম্যাচগুলোতে রান মেশিনের মতন রান দিয়েছেন সিরাজ। দলের জন্য সেরাটা দিতে চাইলেও সিরাজ বারবার ব্যার্থ হয়েছেন। চতুর্থ টেস্টে ৩০ ওভার বোলিং করে ১৪০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সিরাজ। চলতি সিরিজে তিনি একমাত্র ভারতীয় পেসার যিনি প্রতিটি ম্যাচ খেলেছেন এই সিরিজে ৩৯.৭১ গড়ে ১৪ টি উইকেট নিয়েছেন সিরাজ। এর আগে অস্ট্রেলিয়া সিরিজেও খুব একটা ভালো প্রদর্শন দেখাতে পারেননি সিরাজ এমনকি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়তে হয়েছিল সিরাজকে।

শার্দূল ঠাকুর

Shardul Thakur will play irani cup for mumbai
Shardul Thakur | Image: Getty Images

তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur)। প্রথম ও চতুর্থ ম্যাচের খেলার সুযোগ পেয়েছেন শার্দূল। প্রথম টেস্টে সেভাবে ছন্দ দেখাতে পারেননি শার্দূল যে কারণে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত চতুর্থ টেস্টের আগে নীতিশ কুমার রেড্ডি চোট পেয়েছিলেন যার ফলে দলে আবারও সুযোগ দেওয়া হয় শার্দূল ঠাকুরকে। চতুর্থ টেস্ট ম্যাচে (IND vs ENG) ব্যাট হাতে ভালো প্রদর্শন দেখিয়েছেন শার্দূল তবে বল হাতে তার কারিগরি সব যেন শেষের পথে। অধিনায়কের আস্থা পূরণে ব্যার্থ শার্দূল ঠাকুর, পঞ্চম টেস্টে তাকে আর দলে দেখতে পাওয়া যাবে। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) শার্দূলের চতুর্থ টেস্টে নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন।

Read Also: আর্থিক প্রতারণায় নাম জড়ালো নীতিশ কুমার রেড্ডি’র, অলরাউন্ডারের বিরুদ্ধে আদালতে সংস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *