ire-vs-ind-t20-2-rinku-singh-wins-potm

অপেক্ষার ঘটলো অবসান, শেষমেষ প্রকাশ্যে আসলো টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড (T20 World Cup 2024)। আইপিএলের পারফরমেন্স’এর উপর নজর রেখে ভারতীয় বোর্ডের কর্তারা বিশ্বকাপ স্কোয়াডের প্রকাশ করেছে। ভারতীয় দলের হয়ে বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যাওয়ার টিকিট পেয়েছেন ১৫জন। বিশ্বকাপ দল প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। ভক্তদের মতে স্কোয়াডে নির্বাচিত ১৫ জন প্লেয়ারদের মধ্যে ৩ এমন প্লেয়ারকে নির্বাচককরা বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার হওয়া সত্ত্বেও তাদেরকে দলে নির্বাচন করেনি।

রিংকু সিং

Rinku Singh, T20 world cup 2024
Rinku Singh | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সকলের প্রিয় রিংকু সিং (Rinku Singh)। একাধিক ক্রিকেট দর্শক বিশ্বাস করতে পারছেন না রিঙ্কুর অনুপস্থিতি, বিশ্বকাপ দলে রিংকু সিং হলেন বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সবথেকে বড় দাবিদার। গত ১ বছর ধরে ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন রিংকু এবং ম্যাচ উইনিং কিছু ইনিংসও খেলেছেন।

Read More: “জাস্টিস ফর রিঙ্কু…”, বিশ্বকাপের দলে জায়গা পেলেন না KKR তারকা, BCCI’র মুন্ডুপাত করলো নেটিজেনরা !!

ভারতীয় জার্সিতে ১১ ম্যাচে ৮৯ গড়ে ও ১৭৬.২৪ স্ট্রাইক রেটে ৩৫৬ রান বানিয়েছেন যিনি। পাশাপাশি তার আইপিএলে তিনি KKR’এর জার্সিতে ৩৭ ইনিংসে ৩২.৬২ গড়ে ও ১৪৩.২৪ স্ট্রাইক রেটে ৮৪৮ রান বানিয়েছেন। ভালো প্রদর্শন দেখালেও বিশ্বকাপ দলে (T20 World Cup 2024) এন্ট্রি হলো না রিংকুর।

যদিও রিংকু সিংয়ের কাছে এখনও সুযোগ রয়েছে বিশ্বকাপের মূল দলে খেলার, তিনি ভারতীয় দলের রিজার্ভ প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন এবং মূল দল থেকে কেউ চোট পেলে রিংকুকে জাতীয় দলে দেখা যেতে পারে। তবে বিশ্বকাপের মূল একাদশ থেকে তাকে ছাঁটাই করা নির্বাচকদের অন্যতম বড় ভুল।

রিয়ান পরাগ

Riyan parag, ipl 2024
Riyan Parag | Image: Getty Images

তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পরাগ, বিগত কয়েক সময় ধরে ঘরোয়া ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করে আসছেন পরাগ। তবে, জাতীয় দলে তার সুযোগ না পাওয়াটা একটি গভীর স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

চলতি আইপিএল সিজিনে বিরাট কোহলি (Virat Kohli) ব্যাতিত তিনিই একমাত্র প্লেয়ার যার মাথায় এই অরেঞ্জ ক্যাপ বিরাজমান ছিল। চলতি আইপিএলে পরাগ ৮ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন যেখানে তিনি ৫৫.৩৩ গড়ে ও ১৫৯.৬২ স্ট্রাইক রেটে ৩৩২ রান বানিয়েছেন। তার আইপিএলে এই দুর্দান্ত পারফরমেন্সকে উপেক্ষা করেছে বিসিসিআই।

শুধু আইপিএলে নয়, ঘরোয়া ক্রিকেটেও রিয়ান বেশ ফর্ম দেখিয়েছেন গত ১ বছর। দেওধর ট্রফিতে ৮৮.৫০ গড়ে ৩৫৪ রান বানিয়েছিলেন এবং সিরিজের সেরা হয়েছিলেন, তাছাড়া ২০২৩-২৪ রঞ্জি ট্রফিতে ৪ ম্যাচে ৭৫.৬০ গড়ে ৩৭৮ রান বানিয়েছেন। তার এই বিধ্বংসী পারফরমেন্সকে উপেক্ষা করেছে বিসিসিআই।

সন্দীপ শর্মা

Top 3- এই ৩ ভারতীয় খেলোয়াড় যারা বিশ্বকাপ খেলার যোগ্য হয়েও পেলেন না জাতীয় দলে কোনো সুযোগ !! 1
Sandeep Sharma | Image: Getty Images

আসন্ন বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার হলেন সন্দীপ শর্মা (Sandeep Sharma)। বারবার ঘরোয়া ক্রিকেটে ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিধ্বংসী পারফরমেন্সের পরেও জাতীয় দলে তার সুযোগ হয়নি। ভারতীয় দলের জার্সিতে ২ ম্যাচে ১ উইকেট পেয়েছেন তিনি যেখানে ওভার পিছু দিয়েছিলেন ১০.৪৩ রান।

যদিও, চলতি আইপিএলেও বেশ দারুন ছন্দে রয়েছেন সন্দীপ, ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ও ৭.১৩ রান করে ওভার পিছু দিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে তার এই আইপিএলে। পাশপাশি দীর্ঘ সময় ধরেই আইপিএলে দুরন্ত পারফরমেন্স দিয়ে আসছেন সন্দীপ।

১২০ আইপিএল ম্যাচে ৭.৮৪ রান প্রতি ওভার পিছু দিয়েছেন ও ১৩২ উইকেট নিয়েছেন। তার এই পারফরমেন্সের পরেও জাতীয় দলে তাকে দেওয়া হয়না সুযোগ। তাছাড়া, সন্দীপ ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেটে কার্যকরী বোলার হয়ে উঠতে পারতেন। তবে বোর্ড কর্তাদের অবহেলার পাত্র হয়ে রইলেন তিনি।

Read More: T20 World Cup 2024 in Bengali: টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার হল ঘোষণা, এই তুখোড় খেলোয়াড়কে দেখানো হল বাইরের রাস্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *