TOP 3: নিয়ম ভাঙায় বিপাকে ৩ তারকা, আসন্ন IPL'এ যাবে না দেখা !! 1

আইপিএল ২০২৬ মিনি – নিলামকে (IPL 2026 Auction) ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের স্কোয়াড গঠনের লক্ষ্যে একের পর এক পরিকল্পনা সাজাচ্ছে। কয়েকদিন আগেই বিসিসিআই আসন্ন নিলামের জন্য মোট ৩৫০ জন ক্রিকেটারের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, এই খেলোয়াড় গুলিকে নিলামের মঞ্চে দেখতে পাওয়া যাবে। তবে এবারের নিলামের মঞ্চে বেশ কয়েক জন খেলোয়াড় চাইলেও নাম লেখাতে পারলেন না। জনপ্রিয় তিন খেলোয়াড়কে নিলামের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হয়েছে। বিসিসিআইয়ের নিয়ম ভাঙার কারণে ২০২৬’এর আইপিএলের মঞ্চে জায়গা হয়নি তাঁদের।

১. বেন স্টোকস

Ipl
Ben Stokes | Image: Getty Images

তালিকার প্রথম নাম বেন স্টোকসের (Ben Stokes)। ইংল্যান্ডের তারকা খেলোয়াড়ের নাম দেখে হয়তো সবাই হকচকিয়ে যাবে তবে তিনি এই তালিকায় শীর্ষে রয়েছেন। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে শেষবার খেলেছিলেন। সিএসকের হয়ে ১৬.২৫ কোটি টাকা খরচ করে তাঁকে দলে শামিল করেছিল। কিন্তু ২০২৫ সালের আইপিএল নিলামের আগেই বেন স্টোকস তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। গত বারের আইপিএলের আগে বিসিসিআই কঠোর নিয়ম জারি করেছিল। মেগা নিলামে অংশগ্রহণ করে পরে হঠাৎ করে সরে দাঁড়ালে দুই বছরের নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফলে বেন স্টোকসকে ২০২৬’এর আইপিএলের মঞ্চে দেখতে পাওয়া যাবে না। আইপিএলে স্টোকস ২৪.৬১ গড়ে এবং ১৩৩.৯৬ স্ট্রাইক রেটে ৯৩৫ রান বানিয়েছেন ও ২৮টি উইকেট পেয়েছিলেন।

Read More: “ঘোড়ার দৌড়ে গাধাও দৌড়াবে…” শুভমান গিলের বেতন বাড়ায় ক্ষুব্ধ ভক্তরা, চর্চা শুরু সমাজ মাধ্যমে !!

২. হ্যারি ব্রুক

Harry Brook, ipl 2024
Harry Brook | Image: Getty Images

দ্বিতীয় নিষিদ্ধ খেলোয়াড় ইংল্যান্ডের আরেক ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook)। এক প্রকারে তিনি হোম ট্রাক বুলি বা ফ্ল্যাট পিচ ছাড়া তাঁর ব্যাট শান্ত থাকে। সকলের চোখে প্রতিভাবান হলেও কার্যত ব্যাটিং উইকেট ছাড়া মস্ত বড় ফ্লপ খেলোয়াড় হলেন তিনি। ব্যার্থ হওয়ার ভয়তেই ভারতে টেস্ট খেলতে আসেননি ব্রুক, এমনকি কলকাতার ইডেনে ব্যার্থ হওয়ার পর বাতাস নিয়ে প্রশ্ন তোলেন। প্রসঙ্গত, ২০২৫ সালের আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৫ কোটি টাকায় কিনে নেয়। কিন্তু এরপর ব্রুক জাতীয় দলের ঘরোয়া সিরিজকে অগ্রাধিকার দিয়ে আইপিএলে খেলতে অস্বীকৃতি জানান। নিলামে বিক্রি হওয়ার পর একতরফা ভাবে নাম প্রত্যাহার করায় তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই ব্রুক ২০২৬ এবং ২০২৭ সালের আইপিএলে খেলতে পারবেন না। আইপিএলে সেভাবে সফল হননি ব্রুক, ২০২৩ সালে সানরাইজার্স হায়দ্রাবসের হয়ে কেকেআরের বিরুদ্ধে একটি সেঞ্চুরি ছাড়া আর কিছুই করতে পারেননি তিনি। এরপর ২০২৪ ও ২০২৫’ দুই বারেই ব্যাক্তিগত কারণ দেখিয়ে আইপিএলে অংশ নেননি ব্রুক।

৩. জেসন রয়

Ipl 2026
Jason Roy | Image: Getty Images

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংলিশ তারকা জেসন রয়। ইংল্যান্ডের এই হার্ড-হিটার ওপেনার ২০২৩ সালে কেকেআরের হয়ে ঝলমলে ব্যাটিং করেছিলেন, তবে পরে তাকে আর দুই বছর খেলতে দেখতে পাওয়া যায়নি। যদিও, এখনো তিনি ইংল্যান্ড জাতীয় দলের অংশ নন, এক কথায় তারকা এই খেলোয়াড় এখন হারিয়ে গিয়েছে বললেই চলে। শেষবার রয়কে ২.৮ কোটি টাকায় দলে কিনেছিল কেকেআর। ব্যাক্তিগত কারণ দেখিয়ে ২০২৪’এর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর, ২০২৫’এর নিলামে নাম লেখেননি তিনি। তাই তিনিও আসন্ন দুবছরের আইপিএলের অংশ হতে পারবেন না।

Read Also: ‘ট্রফি কবে ফিরত দেবে..’ PSL’কে এক নম্বর বলায় মহসিন নকভি কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *