এবছর আইপিএলে গুজরাট লায়ন্সের সময়টা ভাল যাচ্ছে না। আগের মরশুমে লিগ টেবিলের র্শীর্ষে শেষ করলেও, এই বছর নিজেদের সঠিক গতি খুঁজে পায়নি সুরেশ রায়নার দল। যদিও শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পাওয়ার পর, অনেকদিন পরেই জয়ের মুখ দেখেছে। এবার গুজরাটের এই ফ্রাঞ্চাইজির মাথায় নেমে এল আরও চিন্তার মেঘ। কী ঘটল? আইপিএলের মাঝখানে […]