মুরুগণ অশ্বিন
মুম্বই ইন্ডিয়ান্স দল থেকে ছেঁটে ফেলেছে মুরুগণ অশ্বিন’কে। লেগস্পিনার মুরুগণ মাঝের ওভারগুলোয় পার্টনারশিপ ভাঙায় সিদ্ধহস্ত। তাঁর অ্যাকশনের জন্য তাঁকে ডাকা হয় ‘ক্যুইক গান মুরুগণ’ নামে। নিজের আইপিএল কেরিয়ারে ৪২ ম্যাচে এখনও অব্দি ৩৫ উইকেট নিয়েছেন তিনি। পাঞ্জাব কিংস থেকে ২০২২ সালে তিনি এসেছিলেন মুম্বই’তে। ২০২১ সালে পারফর্ম্যান্স ভালো না হওয়ায় তাঁকে রাখার দিকে যায় নি তাঁর পূর্বের ক্লাব পাঞ্জাব। তবে মুম্বইয়ের নীল জার্সি গায়ে চাপিয়ে ভালোই ছিলো মুরুগণের পারফর্ম্যান্স। ৮ ম্যাচ খেলে তিনি তুলে নিয়েছিলেন ৯ উইকেট। ইকোনমি চোখে পড়ার মত। মাত্র ৭.৮৬। এছাড়া বোলিং গড়’ও ২৫ এর আশেপাশে। রিলিজ-রিটেনশন লিস্ট সামনে আসার পর দেখা যাচ্ছে অভিজ্ঞ স্পিনার বিশেষ নেই মুম্বই দলে। সেক্ষেত্রে মুরুগণ অশ্বিন দলে থাকলে সুবিধা’ই পেত তাঁরা। বিশেষ করে মুম্বইয়ের হোম গ্রাউন্ড, ওয়াংখেড়ে’তে বল টার্ন হয়, সেই সুবিধা কাজে লাগিয়ে দলের কাজে আসতে পারতেন মুরুগণ।