ড্যানিয়েল স্যামস
অস্ট্রেলিয়ান পেস বোলার ড্যানিয়েল স্যামস’কে বাতিল করে চমক দিয়েছে মুম্বই। ২০২২ আইপিএলে চোটের জন্য খেলেন নি জোফ্রা আর্চার। ইংল্যান্ডের জোফ্রার পরিবর্তে অস্ট্রেলিয়া’র ড্যানিয়েল স্যামস’ই জসপ্রীত বুমরাহ’র সাথে মুম্বই দলের বোলিং আক্রমণের মুখ হয়ে উঠেছিলেন। অস্ট্রেলিয়ায় স্যামস’কে টি-২০ স্পেশ্যালিস্ট বোলার বলা হয়। চাপের মুখে রান আটকানোর জন্য খুবই কার্যকরী বোলিং করেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও গত বছর আইপিএল চ্যাম্পিয়ন গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র ৯ রান ‘ডিফেন্ড’ করেছিলেন তিনি। ১১ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। নিজের কেরিয়ারে ১০৯ টি টি-২০ ম্যাচে ১২৪ টি উইকেট ইতিমধ্যে নিয়ে ফেলেছেন স্যামস। এর মধ্যে এক ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৪ বার। বোলং অ্যাভারেজ ২৫ এর আশেপাশে। গতি, লাইন লেন্থে নিয়ন্ত্রণ এবং টি-২০’র মূল অস্ত্র বৈচিত্র, সবই মজুত রয়েছে স্যামসের ভাঁড়ারে। জসপ্রীত বুমরাহ বর্তমানে পিঠের চোটে বাইরে, সুস্থ হয়ে এলেও ছন্দ ফিরে পেতে লাগতে পারে সময়, আরেকজন পেসার জোফ্রা আর্চার প্রচণ্ড চোটপ্রবণ। এই অবস্থায় স্যামস দলের জন্য সম্পদ হয়ে উঠতে পারতেন। ২০২২ আইপিএলে ভালো পারফর্ম করেও তাঁর দলে জায়গা না পাওয়া অবাক করেছে অনেক’কে।