IPL 2023

কিয়েরণ পোলার্ড

Kieron Pollard | image: twitter
Mumbai will miss the flair of Kieron Pollard in IPL 2023

মুম্বইয়ের রিলিজ তালিকায় সবচেয়ে অবাক করা নাম কিয়েরণ পোলার্ড।এক দশকের’ও বেশী সময় আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নীল জার্সি গায়ে চাপিয়ে ঘাম ঝরিয়েছেন তিনি। জিতেছেন পাঁচ আইপিএল। তাঁর দৈত্যাকার ছক্কা আর ঘাতক স্লো বলগুলিতে ভর করে কত ম্যাচ যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে তার হিসেব মনে হয় দিতে পারবে না পরিসংখ্যানবিদের রেকর্ডের খাতাও। জাঁকজমকে ভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ কিয়েরণ পোলার্ড নামের প্রতিভার সাথে পরিচিত হয় ২০১০ সালে। দেখতে দেখতে কেটে গিয়েছে ১৩ টা বছর। আস্তে আস্তে মুম্বই পল্টনের ঘরের ছেলে হয়ে ঊঠেছেন ত্রিনিদাদের পোলার্ড। কিয়েরণ পোলার্ড থেকে লাসিথ মালিঙ্গা, রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব’দের কাছে হয়েছেন আদরের ‘পলি।’ ১৩ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৮৯ ম্যাচে ৩৪১২ রান এবং ৬৯ উইকেট নিয়েছেন তিনি। লোয়ার অর্ডারে ব্যাট করেও করেছেন ১৬টি অর্ধশতক, মেরেছেন ২২৩ টি ছক্কা। পোলার্ডের বয়স এখন ৩৫। বয়সজনিত কারণে তাঁকে দল থেকে ছেঁটে ফেলতে পারে মুম্বই এমনটাই শোনা যাচ্ছিলো। মুম্বইয়ের বিরুদ্ধে খেলবেন না,এই ঘোষণা করে আগেই আইপিএল থেকেই সরে দাঁড়িয়েছেন পোলার্ড। তবে পোলার্ডের বিধ্বংসী ব্যাটিং আর কার্যকরী বোলিং-এর অভাব দল বোধ করতে চলেছে,তা নিশ্চিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *