IPL 2023: আইপিএল প্রতিযোগিতার সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। মুকেশ আম্বানীর মালিকানাধীন ‘পল্টন’রা ট্রফি জিতেছে পাঁচ বার। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে ট্রফি ঢুকেছিলো তাদের শিবিরে। ২০২২ এর খারাপ পারফর্ম্যান্সের পর শূন্য থেকে শুরু করে আবার সাফল্যের শীর্ষে ফেরাই চ্যালেঞ্জ ঈশান কিষণ, সূর্যকুমার যাদব’দের কাছে। নিজেদের দলের ‘নিউক্লিয়াস’ ধরে রাখতে বরাবর বদ্ধপরিকর থাকে মুম্বই। আজকের রিটেনশন লিস্টেও সেই একই ‘প্যাটার্ন’ দেখা যাচ্ছে। তারা ধরে রেখেছে অধিনায়ক রোহিত শর্মা সহ জসপ্রীত বুমরাহ, জোফ্রা আর্চার, সূর্যকুমার যাদবদের মত তারকাদের। তবে মুম্বইয়ের রিলিজ লিস্ট দেখে চমকেছেন অনেকেই। ২০২২ আইপিএলে মোটেও চ্যাম্পিয়নসুলভ ছিলো না মুম্বইয়ের পারফর্ম্যান্স। টেবিলের শেষতম স্থানে ছিলেন রোহিত শর্মা’রা। নতুন মরসুমে দল ঢেলে সাজাতে চলেছে তারা। তাই বাতিল করে দিয়েছে ১৩ জন ক্রিকেটার’কে। আজকের তালিকা প্রকাশের পর আসন্ন ‘মিনি’ অকশনে মুম্বইয়ের হাতে রইলো ২০.৫৫ কোটি টাকা। বেশ কয়েকটি রিলিজের সাথে অবশ্য একমত হতে পারছেন না ক্রিকেটবোদ্ধা’রা। এই ৩ খেলোয়াড়’কে বাতিল করে দেওয়া ২০২৩ মরসুমে ভোগাতে পারে মুম্বই’কে।