আগামী বছরেই শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। এই বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে পরাজিত হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজয় ভারতীয় দলকে অনেকটাই আত্মবিশ্বাসীন করেছে বর্তমানে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলছে যেখানে দল আপাতত এক শূন্য ব্যবদানে পিছিয়ে আছে সিরিজে শেষ খেলা বিবেচনা হবে বিজেতা। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এখন বিরাজমান শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান ৩৭ বছর বয়সী, রোহিতের পর কতদিন তিনি খেলা চালাবেন সে বিষয়ে আছে সংশয়, ভারতীয় দলের আগামী অধিনায়ক কে হবে সেই নিয়ে চলছে চর্চা, আগামী দিনের অধিনায়কের তালিকায় আছে ৩ তারকা।
হার্দিক পান্ডিয়া
ভারতীয় দলের উল্লেখযোগ্য ও ইনফর্ম অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া। বর্তমানে দলের হয়ে অধিনায়িকত্ব করে ফেলেছেন হার্দিক পান্ডিয়া, ভারতীয় দলের হয়ে চলতি নিউজিল্যান্ড সিরিজে টি টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছেন হার্দিক পান্ডিয়া, ভারতকে ১-০ ব্যবধানে জিতিয়েছেন ভারতীয় দল, ভারতীয় দলের হয়ে এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্ব করেছেন । এবছর তিনি গুজরাট টাইটানসের ( আইপিএলের নতুন দল) হয়ে অধীনয়ায়কত্ব করে ছেন এবং প্রথম বছরেই গুজরাটকে ট্রফি জয়ে সহায়তা করেছে। ইতিমধ্যে হার্দিক ভারতীয় ওডিআই দলের হয়ে ৬৬ ম্যাচে করেছেন ১৩৮৬ রান এবং নিয়েছেন ৬৩ টি উইকেট। আগামী দিনে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে হার্দিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।