IPL 2024: হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে এখন পর্যন্ত সবচেয়ে বড় ভুল করেছে MI, এই ৩ বিষয় দিচ্ছে তার প্রমান !! 1

IPL 2024: আইপিএল ইতিহাসের অন্যতম জনপ্রিয় দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স (MI) আর এই দলটিকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য অন্যতম ভূমিকা গ্রহণ করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএলের খেতাব জয়লাভ করেছে মুম্বাই। তবে শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেওয়া একটি সিদ্ধান্ত যা সমাজ মাধ্যম কে একেবারে নিস্তব্ধ করে দিয়েছে। মূলত গতকাল ভারতীয় দল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বাই ম্যানেজমেন্ট। তাদের মতে দল তরুণ এবং আগামী প্রজন্মের প্রতি আস্থা রাখতে চায়, যে কারণে দলের নতুন ক্যাপ্টেন হিসেবে মনোনীত হয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে মুম্বই ম্যানেজমেন্টের নেওয়া এই সিদ্ধান্ত একেবারেই ছিল ভুল, ৩ সিদ্ধান্ত তার দিচ্ছে প্রমান।

আরও পড়ুন- IPL 2024: আগামী মরসুমের জন্য এই ৩ ক্রিকেটারকে ধরে রাখা ভুল হয়েছে বেঙ্গালুরুর !!

১. অভিজ্ঞ ক্যাপ্টেনকে হারানো

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

আইপিএল ইতিহাসের সব থেকে সফলতম ক্যাপ্টেনের একজন হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার নেতৃত্বে পাঁচবারের চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, কেবলমাত্র মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই দল পাঁচবার এই ট্রফি জিততে সক্ষম হয়েছে। তবে ধোনির থেকে কম সময়ের মধ্যেই পাঁচটি ট্রফি জিতে ছিলেন রোহিত। একটা সময়ে যে দলের কাছে ছিল না একটিও ট্রফি, সেই দলকে আট বছরের মধ্যে পাঁচটি ট্রফির মুখ দেখিয়েছেন রোহিত। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কতটা ঠিক তা সময় না আসলে বোঝা যাবে না।

অন্যদিকে অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) গুজরাট দলে প্রথম বছরেই ট্রফি জয় করতে সক্ষম হয়েছিলেন । এমনকি দ্বিতীয় সিজনেও ট্রফি জয় থেকে কেবলমাত্র একটি ম্যাচে দূর হার্দিক। তবে রোহিতের তুলনায় অনেকটাই অভিজ্ঞতা কম হার্দিকের। ক্যাপ্টেন হিসেবে রোহিত এবারের বিশ্বকাপে যেভাবে খেলেছেন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন সেটা তার অভিজ্ঞতাকে আরো সম্মানের করে তোলে। তবে মুম্বাইয়ের নেওয়া সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেনি ক্রিকেট দুনিয়া। নিমেষের মধ্যেই ১০ লক্ষের বেশি অনুগামীকে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতের নেতৃত্বে, মুম্বাই ১০ মৌসুমে মোট পাঁচবার শিরোপা জিতেছে। এছাড়াও, ২০১৩ সালে আইপিএলের সাথে সাথে রোহিত মুম্বাইকে চ্যাম্পিয়ন লিগ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নও করেছিলেন।

২. আক্রমণাত্মক অধিনায়ক হারানো

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma and Arjun Tendulkar | Image: Getty Images

অধিনায়ক হিসেবে সব সময় দলকে এগিয়ে রাখেন রোহিত, সর্বদাই দলের প্রয়োজনে খেলে থাকেন তিনি। এবারের বিশ্বকাপে রোহিতের আক্রমণাত্মক ব্যাটিং তার পরিচয় দেয়। তবে শুধু ভারতের হয়ে নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মিডিল অর্ডার ব্যাটসম্যান থেকে ওপেনিং ব্যাটিং করা রোহিত কে দলের স্বার্থেই সেরা বানিয়ে তোলে। ২০১৩ সালে অধিনায়কত্ব পাওয়ার পরে যেভাবে আক্রমণাত্মক ছন্দে ব্যাটিং করেছেন তা সত্যি প্রশংসার যোগ্য।

শুধু ব্যাট হাতে চার ছক্কা হাঁকানো নয়, বোলারদের সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করেছেন তিনি। প্রতিটি ম্যাচের আগেই বিপরীত দলের প্লেয়ারদের নিয়ে সঠিক প্লানিং করে থাকেন রোহিত। মাঠের মধ্যে সব সময় তাকে সক্রিয় থাকতে দেখা যায়। আইপিএলের তিনটি ফাইনালে লো স্কোর ডিফেন্ড করে দলকে শিরোপা এনেও দিয়েছেন।

৩. দলের মধ্যে বিভেদ

Mumbai indians, ipl 2024
Mumbai Indians | Image: Getty Images

রোহিতকে ক্যাপ্টেনসি থেকে মুক্তি দেওয়ার পর হার্দিককে ক্যাপ্টেন করার বিষয়টি মানতে পারেনি দলের বাঁকি সদস্যরা। হার্দিকের সাথে যখন মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটানসে লেনদেন করেছে, তখন থেকে জসপ্রিত বুমরাহ স্বাচ্ছন্দ্য বোধ করেননি এবং তারপরেই বুমরাহও মুম্বাইকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন। সমাজ মাধ্যমে বুমরাহ প্রকাশ করেছিলেন, ‘কখনও কখনও নীরব থাকাই সবচেয়ে বড় উত্তর।’

এমনকি রোহিতকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে হার্দিককে দলের ক্যাপ্টেন করায় দলের কাছে সূর্যকুমার যাদবকেও অধিনায়ক করার বিকল্প ছিল, যিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন। তাকেও কোনো পদ দিল না মুম্বই। সমাজ মাধ্যমে একটি হৃদয় ভাঙার ইমজি স্টোরিতে পোস্ট করেন তিনি। তবে, এখন দেখার বিষয় হার্দিক মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন কি না? তবে দলের মধ্যে অশান্তি বাড়তে পারে এটা নিশ্চিত।

আরও পড়ুন- IPL 2024: “সাত মিনিটের জন্যও দলের কাজে নাক…” আইপিএল শুরুর আগেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *