IND vs NZ: তিন খেলোয়াড় যার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের দৌড় থামাবে ভারত !! 1

IND vs NZ: বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। এই বিশ্বকাপে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও দ্বিতীয় স্থানে বিরাজমান রয়েছে ভারতীয় দল। দুই দলের মধ্যে গতকাল এক হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকবে ক্রিকেট বিশ্ব। ব্যাটিং , বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই টিম ইন্ডিয়া বেশ ভালো প্রদর্শন বজায় রেখেছে। ভারতীয় দলের কথা বলতে গেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ২০ বছর সাদা বলের ফরম্যাটে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয় আসেনি। ২০০৩ সালের বিশ্বকাপে শেষবার টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে পরাজিত করতে সফল হয়েছিল যদিও এরপর একাধিক বার মুখোমুখি হলেও ফল ভারতের বিপরীতেই গিয়েছে। এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কাছে বড় সুযোগ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে তাদের ফাঁড়া কাটানোর ও এক নম্বর পজিশনে পৌঁছে যাবে। ভারতকে এই জয় এনে দেবে ৩ প্লেয়ার।

Read More: AUS vs PAK: অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে অজি ভক্তের মুখে ‘ভারত মাতা কি জয়…’ স্লোগান, ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল !!

১) বিরাট কোহলি

Virat kohli, ind vs nz
Virat Kohli | Image: Getty Images

এই তালিকায় শীর্ষ স্থানে জায়গা বানিয়ে নিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটকে সবসময় বড় ম্যাচের প্লেয়ার বলা হয়, এবং কেন তাকে বড় ম্যাচের প্লেয়ার বলা হয় তার প্রমান দিয়েছেন বারবার। ভারতীয় দলী এই ব্যাটসম্যান ইতিমধ্যে বিশ্বকাপের মঞ্চে ৪ ইনিংসে ২ অর্ধশতরান ও ১ টি শতরান হাঁকিয়ে ফেলেছেন। রান সংরকারীদের তালিকায় ইতিমধ্যে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। ১২৯.৫০ গড়ে ৪ ম্যাচে কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের পরিসংখ্যান অসাধারণ। বিরাট কিউইদের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে ৫ টি শতরান হাঁকিয়েছেন যেটি সমগ্র নিউজিল্যান্ড প্লেয়ারদের ভারতের বিরুদ্ধে হাঁকানো শতরানের থেকেও ১ টি বেশি। ভারতীয় দলের এই কিংবদন্তি প্লেয়ার এবারের বিশ্বকাপে বেশ জ্বলে উঠেছেন, যেভাবে দায়িত্ব নিয়ে বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে পারফরমেন্স করেছিলেন তা ছিল অসাধারণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে হারের বদলা নিতে প্রস্তুত টিম ইন্ডিয়া।

২) রবীন্দ্র জাদেজা

Ravindra Jadeja, ind vs nz
Ravindra Jadeja | Image: Getty Images

এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা বানিয়ে নিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ভারতীয় দলের এই মারকাটারি অলরাউন্ডার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবসময়ই নিজের পারফরমেন্স দেখিয়ে থাকেন। ২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে দলের হয়ে বল ব্যাট ফিল্ডিংয়ে বেশ জ্বলে ওঠেন জাদেজা। এই বিশ্বকাপে বেশ ভালো ফর্মে রয়েছেন জাদেজা, যদিও বল হাতেই জাদু দেখা গিয়েছে জাদ্দুর থেকে। আপাতত এই বিশ্বকাপে জাদেজা ২০.২৯ গড়ে ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অনুপস্থিতিতে রবীন্দ্র জাদেজার কাজ অনেকটাই বেড়ে যাবে এবং ধরমশালার ময়দানে কিউইদের (IND vs NZ) বিরুদ্ধে জমিয়ে স্পিন করবেন জাদেজা।

৩) জসপ্রিত বুমরাহ

Jasprit Bumrah, ind vs nz
Jasprit Bumrah | Image: Getty Images

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের ১ নম্বর বোলার জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলের হয়ে বেশ দারুন ফর্মে রয়েছেন এই ডানহাতি পেসার। ইতিমধ্যে ভারতীয় দলের শীর্ষ উইকেট টেকার হয়ে উঠেছেন। ৪ ম্যাচে কেবলমাত্র ১৩.৪০ গড়ে ১০ টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ভারতীয় দলের এই পেসার খুবই কৃপণ বোলিং করছেন এই বিশ্বকাপে। কিউইদের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে তাকেই বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে হবে এবং চাপের মুখে বুমরাহ সবসময় ভালো প্রদর্শন দেখান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ বিশ্বকাপেও দারুন ছন্দে ছিলেন বুমরাহ, এবারের ভারত-নিউজিল্যান্ড (IND vs NZ) ম্যাচে তিনি হবেন ট্রাম্প কার্ড।

Read More: TOP 3: ৩ জন ভারতীয় ক্রিকেটার যারা বিশ্বকাপের মঞ্চে পয়সাওসুল পারফর্মেন্স করে চলেছেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *